নতুন অধ্যায়ে পা রাখলেন বিরাট কোহলি
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় ক্রিকেটের 'রানমেশিন'
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০২:১০ দুপুর

ফাইল ছবি
১৪ বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের পর সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বিরাট কোহলি। সোমবার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানান ভারতের সাবেক এই অধিনায়ক।
টেস্ট ছাড়ার সিদ্ধান্তের গুঞ্জন চলছিল কিছুদিন ধরেই। দুই দিন আগে কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-কে তার সিদ্ধান্ত জানিয়ে দেন। এরপর নানা মহল থেকে অনুরোধ আসলেও সিদ্ধান্তে অটল থাকেন তিনি।
নিজের পোস্টে কোহলি লেখেন, “টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি-ব্লু জার্সি গায়ে তোলার পর কেটে গেছে ১৪ বছর। সত্যি বলতে, এই সংস্করণ আমাকে কোথায় নিয়ে যাবে, সেটি কখনও কল্পনাও করিনি।”
তিনি আরও যোগ করেন, “সাদা পোশাকে খেলার মধ্যে এক অনন্য গর্ব আর অনুভূতি আছে। নীরব লড়াই, দীর্ঘ সময়ের শ্রম, ছোট ছোট মুহূর্ত- সব মিলিয়ে এই যাত্রা ছিল অসাধারণ। এখন যখন টেস্ট ক্রিকেটকে বিদায় বলছি, সহজ নয়, তবে মনে হচ্ছে এটাই সঠিক সময়। আমি যা দিতে পেরেছি, তার থেকেও বেশি পেয়েছি এই খেলাটি থেকে।”
টেস্ট ফরম্যাটে ৯ হাজার ২৩০ রানের মালিক কোহলি। মাত্র ৭৭০ রান দূরে ছিলেন ১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার। ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়, ২৯টি সেঞ্চুরি আর ২৯টি হাফ-সেঞ্চুরির পাশাপাশি ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে জয় এনেছেন ৪০টিতে- যা তাকে ভারতের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কদের কাতারে তুলেছে।
তবু কোনো ব্যক্তিগত রেকর্ড বা অর্জনের পেছনে ছোটা নয়, বরং টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ ও দায়িত্ববোধই সবসময় মুখ্য ছিল। পোস্টের শেষ দিকে কোহলি লিখেছেন, “এই খেলা, আমার সতীর্থ, আর যারা আমাকে সম্মান জানিয়েছেন- তাদের প্রতি আমার হৃদয় ভরে আছে কৃতজ্ঞতায়। আমি সবসময় গর্ব নিয়েই আমার টেস্ট ক্যারিয়ারের দিকে ফিরে তাকাব।”
কোহলির অবসরের ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন মাত্র কয়েক দিন আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আরেক অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দিনই এই দুজন জানিয়েছিলেন সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসরের কথা। এবার সাদা পোশাকের ক্রিকেট থেকেও বিদায় নিলেন তারা, কয়েক দিনের ব্যবধানে।
ভারতীয় ক্রিকেটের সোনালি এক অধ্যায় যেন একসঙ্গে বন্ধ হলো কোহলি-রোহিত যুগের ইতি টানায়। তবে মাঠ থেকে সরে দাঁড়ালেও, কোটি ভক্তের হৃদয়ে বিরাট কোহলি 'টেস্ট ক্রিকেটের পোস্টার বয়' হয়েই রয়ে যাবেন।
বাংলাধারা/এসআর