ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সাকিবের শূন্যতায় ভাটা:

পেরেরার ঝড়ে কোয়ালিফায়ারে লাহোরের বড় সংগ্রহ

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: মে ২৩, ২০২৫, ১১:১৯ রাত  

ছবি: সংগৃহিত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে নিজেদের আধিপত্যের জানান দিল লাহোর কালান্দার্স। সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজের দলটি শক্তিশালী ব্যাটিং প্রদর্শনীতে ২০ ওভারে তুলেছে ২০২ রানের বড় পুঁজি। প্রতিপক্ষ ছিল বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।

লাহোরের ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। শুরুটা অবশ্য প্রত্যাশামতো হয়নি। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ফখর জামান। তবে চাপ সামলে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলেন মোহাম্মদ নাঈম। মাত্র ২৫ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ঝড়ো হাফসেঞ্চুরি তুলে নিয়ে লাহোরকে দ্রুত গতি এনে দেন তিনি।

তাঁর সঙ্গে ওপেনিংয়ে থাকা আব্দুল্লাহ শফিকও রাখেন গুরুত্বপূর্ণ অবদান—২৪ বলে ২৫ রান করেন। এরপর মিডল অর্ডারে নামেন শ্রীলঙ্কার দুই তারকা ব্যাটার ভানুকা রাজাপক্ষে ও কুশল পেরেরা। রাজাপক্ষে ১৩ বলে ২২ রানের ইনিংসে ঝড়ো সূচনা দিলেও আসল ধ্বংসযজ্ঞ চালান পেরেরা।

মাত্র ৩৫ বলে ৬টি চার ও ৩টি বিশাল ছক্কায় ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কুশল পেরেরা। তাঁর ব্যাটেই মূলত গতি পায় লাহোরের ইনিংস, শেষ পর্যন্ত যা দাঁড়ায় ৮ উইকেটে ২০২ রানে।

তবে হতাশ করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনিংসের একেবারে শেষ ওভারে ব্যাট হাতে নামলেও টিকতে পারেননি। মাত্র দ্বিতীয় বলেই টাইমাল মিলসকে মারতে গিয়ে বাউন্ডারির আগে ক্যাচ তুলে দিয়ে শূন্য রানে ফিরেন এই বাংলাদেশি তারকা।

শেষদিকে রিশাদ হোসেন প্রথম বলেই চার হাঁকিয়ে আশার সঞ্চার করলেও ইনিংসের শেষ বলে উড়ন্ত শটে রানআউট হয়ে যান। তার ব্যাট থেকে আসে ২ বলে ৫ রান।

দলের ব্যাটিং লাইনআপে যেখানে আগ্রাসন ও কৌশলের সমন্বয় ছিল চোখে পড়ার মতো, সেখানে সাকিবের ইনিংস ছিল যেন অপ্রত্যাশিত বিরতি। তবে পেরেরা-নাঈমদের ইনিংস লাহোরকে দিয়েছে কোয়ালিফায়ারের জন্য লড়াকু পুঁজি। এখন দেখার পালা, বোলিংয়ে কেমন জবাব দিতে পারেন শাহীন-সাকিবরা।

 

বাংলাধারা/এসআর