বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ
মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা, ফিরেছেন নাঈম শেখ
প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ১১:৩৫ দুপুর

ফাইল ছবি
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সদ্য ওয়ানডে দলের দায়িত্ব পাওয়া মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে এবারই প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে এই সিরিজই হতে যাচ্ছে তার অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্ট।
সোমবার (২৩ জুন) ঘোষিত দলে দীর্ঘদিন পর ফেরানো হয়েছে ওপেনার নাঈম শেখকে। দলে পেস বিভাগের নেতৃত্বে আছেন অভিজ্ঞ তাসকিন আহমেদ। এছাড়া আছেন মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা- মোট পাঁচ পেসার। স্পিন বিভাগে মিরাজকে সহায়তা করবেন তরুণ রিশাদ হোসেন ও তানভির ইসলাম।
টপ ও মিডল অর্ডার ব্যাটিংয়ে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস ও জাকের আলী অনিক। দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার শামিম হোসেনও। আর ওপেনিংয়ে তিনজন রয়েছেন- তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ২, ৫ ও ৮ জুলাই ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর আগে গল টেস্ট ড্র হয়েছে। ২৫ জুন শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট- কলম্বোতে। এরপর শুরু হবে ওয়ানডে লড়াই। শেষ হওয়া মাত্রই ১০, ১৩ ও ১৬ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের ওয়ানডে দল (শ্রীলঙ্কা সিরিজ ২০২৫):
অধিনায়ক: মেহেদী হাসান মিরাজ
ব্যাটার ও অলরাউন্ডার: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামিম হোসেন
স্পিনার: রিশাদ হোসেন, তানভির ইসলাম
পেসার: মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ
বাংলাধারা/এসআর