ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা: বিসিবি

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০২:২০ রাত  

ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আভাস দিচ্ছেন সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার। তাকে নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা- ফিরবেন কি সাকিব আবার লাল-সবুজের জার্সিতে?

৩৮ বছর বয়সী সাকিব এখনও মাঠে আগুন ঝরাতে সক্ষম, সেটা প্রমাণ করেছেন জিএসএলের উদ্বোধনী ম্যাচেই। দুবাই ক্যাপিটালসের হয়ে ৩৭ বলে ৫৮ রান ও ১৩ রানে ৪ উইকেট নিয়ে আলোচনায় ফিরে আসেন এই তারকা ক্রিকেটার। তবে পরের ম্যাচে হোবার্ট হারিকেনসের বিপক্ষে কিছুটা ছন্দপতন- ৭ রান আর ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।

গেল বছর ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। সেই সময় রাজনীতিক টানাপোড়েনের মধ্যে থেকেও সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকা সফরের জন্য স্কোয়াডে থাকার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে দুবাই থেকে ফিরে আসেননি। একই সময় তার বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞা আসায় মাঠের বাইরে থাকতে হয় আরও কিছুদিন। পরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে ক্রিকেটে ফেরেন তিনি।

তবে জাতীয় দলে ফিরতে তার জন্য কোনো রকম শর্ত বা বাঁধা নেই- এমনই ইঙ্গিত দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। শনিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা।

তিনি আরও বলেন, আগে বিসিবি কীভাবে পরিচালিত হয়েছে, সেটা আমি জানি না। তবে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট অপারেশনস, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে পূর্ণ দায়িত্ব দিয়েছেন। এখন তাদের উপরই নির্ভর করছে সাকিবকে দলে ফেরানোর সিদ্ধান্ত।

বোর্ডের পক্ষ থেকে ইতিবাচক সুর শোনা গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অধরা। তবে সাকিবের মতো অভিজ্ঞ ও পরীক্ষিত পারফর্মার মাঠে থাকলে জাতীয় দলের শক্তি যে বহুগুণে বাড়বে, তা নিয়ে সংশয় নেই ক্রিকেট সংশ্লিষ্টদের। এখন দেখার বিষয়- নির্বাচকরা কী সিদ্ধান্ত নেন এবং সাকিব নিজেই কতটা আগ্রহী জাতীয় দলে ফিরে আসতে।


বাংলাধারা/এসআর