কিংস্টন টেস্ট: ওয়েস্ট ইন্ডিজ ২৭ রানে অলআউট, অস্ট্রেলিয়ার হোয়াইটওয়াশ
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ১০:৩০ দুপুর

ছবি: সংগৃহিত
কিংস্টনে মাত্র তিন দিনেই শেষ হলো অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২৭ রানে অলআউট করে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। এটি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৪.৩ ওভারেই গুটিয়ে যায় ২৭ রানে। ইনিংসের প্রথম ওভারেই মিচেল স্টার্ক ৩ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধসের সূচনা করেন। শেষ পর্যন্ত তিনি একাই ৬ উইকেট শিকার করেন। এই টেস্টে স্কট বোল্যান্ডও ইতিহাসের অংশ হয়েছেন, কারণ তিনি টেস্টের দশম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন।
টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ড রয়েছে। ৭০ বছর আগে ১৯৫৫ সালে অকল্যান্ড টেস্টে নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড এই স্কোর করেছিল। এর আগে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন স্কোর ছিল ৪৭ রান, যা ইংল্যান্ডের বিপক্ষে জ্যামাইকার মাঠেই হয়েছিল।
এর আগে, অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২১ রানে গুটিয়ে গিয়েছিল, যার ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২০৪ রানের লক্ষ্য নির্ধারিত হয়। কিন্তু এই ছোট লক্ষ্য তাড়া করতে নেমে স্টার্কের বিধ্বংসী পেস আক্রমণে শুরুতেই ভেঙে পড়ে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২২৫ রান করেছিল, যেখানে স্টিভেন স্মিথ ৪৮ এবং ক্যামেরন গ্রিন ৪৬ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শামার জোসেফ ৪ উইকেট নেন, এবং সিলস ও গ্রেভস প্রত্যেকে ৩টি করে উইকেট শিকার করেন।
বাংলাধারা/এসআর