ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজা-সামিতকে পাচ্ছে না বাংলাদেশ

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৭:০২ বিকাল  

ছবি: সংগৃহিত

সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডিয়ান প্রফেশনাল লিগে খেলা সামিত সোমকে ছাড়া মাঠে নামতে হবে জামাল ভূঁইয়াদের। এই দুই প্রবাসী ফুটবলারের অনুপস্থিতি নিয়ে ইতিমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী বর্তমানে ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন। নতুন মৌসুমের শুরুতে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তাকে ক্লাবের প্রস্তুতি ম্যাচগুলোতে অংশ নিতে হচ্ছে। ফলে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ মিলছে না এই মিডফিল্ডারের।

অন্যদিকে কানাডার ক্যাভালরি এফসির হয়ে খেলছেন মিডফিল্ডার সামিত সোম। ওই সময় তার ক্লাবের গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ থাকায় তাকেও ছাড় দিতে পারছে না ক্লাব কর্তৃপক্ষ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘হামজা ও সামিতের দুজনেরই ক্লাবের গুরুত্বপূর্ণ ব্যস্ততা রয়েছে। সে কারণেই তারা এই দুটি ম্যাচে আসতে পারছে না।’

তাদের অনুপস্থিতিতে দলে জায়গা পেতে পারেন নতুন মুখ। সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়া ফাহমিদুল ইসলাম এবং জাতীয় দলের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বাফুফে এখনও ঘোষণা করেনি কবে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। এশিয়ান গেমসে কোচিং করানো হাভিয়ের কাবরেরার উপর জাতীয় দল ও যুব দলের দায়িত্ব একসঙ্গে পড়ায় নতুন কোচ নিয়োগের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

নেপালের বিপক্ষে এই দুটি প্রীতি ম্যাচকে মূলত হংকংয়ের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। তবে হামজা-সামিতের মতো অভিজ্ঞ প্রবাসী ফুটবলারের অনুপস্থিতি নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা। এখন দেখার বিষয়, বিকল্প খেলোয়াড়রা কতটা সুযোগ কাজে লাগাতে পারেন এবং কেমন দল গঠন করে মাঠে নামবে বাংলাদেশ।


বাংলাধারা/এসআর