অবসর ভেঙে মাঠে ফেরার ইঙ্গিত ব্রাজিল কিংবদন্তি মার্তার
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ১২:১২ দুপুর

ছবি: সংগৃহিত
প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক হাতছাড়া হওয়ার পর অবসরের আভাস দিয়েছিলেন ব্রাজিল নারী ফুটবলের কিংবদন্তি মার্তা ভিয়েরা দ্য সিলভা। জানিয়েছিলেন, আর কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতায় তাকে দেখা যাবে না। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবারও মাঠে ফিরেছেন ছয়বারের বর্ষসেরা এই তারকা। চলমান নারী কোপা আমেরিকায় ব্রাজিলকে শিরোপা জেতানোর স্বপ্ন নিয়েই মাঠে নেমেছেন তিনি।
৩৯ বছর বয়সী মার্তা প্যারিস অলিম্পিকের পর নিজেকে জাতীয় দল থেকে সরিয়ে রেখেছিলেন। তবে গত মে মাসে কোচ আর্থুর ইলিয়াস দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে আবারও দলে ফেরান। তার ধারাবাহিকতায় ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকার দলে রয়েছেন মার্তা। আনন্দ নিয়েই খেলছেন তিনি। নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমার কাজ বদলায়নি, অনুভূতিও আগের মতোই আছে। গর্ব নিয়ে খেলি। আমি খেলি বা না খেলি, ব্রাজিলকে সাহায্য করার ইচ্ছা কখনোই শেষ হবে না।’
তবে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার আর বেশিদিন নয়-এ কথাও মনে করিয়ে দিয়েছেন মার্তা।
‘দলের ভেতরে থাকা কিংবা প্রতিদিনের কাজের মধ্যেই আমি চ্যালেঞ্জ অনুভব করি। জানি, খেলার দিন শেষ হয়ে আসছে। যতটুকু সময় হাতে আছে, সেটিকে সেরা করে তুলতে চাই।’
দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে ২০৪ ম্যাচে ১১৯ গোল করেছেন মার্তা। তার অধীনে ২০২৪ প্যারিস অলিম্পিকে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে রৌপ্য জিতেছিল ব্রাজিল। এরপর বড় কোনো টুর্নামেন্টে খেলা নিয়ে দ্বিধা থাকলেও, ন্যাশনাল উইমেন্স সকার লিগের ক্লাব অরল্যান্ডো প্রাইডে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে এনডব্লিউএসএল শিরোপা জেতেন এবং ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার সঙ্গে।
ব্রাজিলের হয়ে মার্তা ছয়টি করে বিশ্বকাপ ও অলিম্পিক খেললেও বড় শিরোপার স্বাদ পাননি। ২০০৭ সালে বিশ্বকাপে রানার্সআপ হয় ব্রাজিল। তিনবার অলিম্পিক ফাইনাল খেলেও প্রতিবারই রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
চলমান নারী কোপা আমেরিকার দশম আসর বসেছে ইকুয়েডরে। প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল এবারও দুর্দান্ত শুরু করেছে। আটবারের শিরোপাজয়ীরা প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে উড়িয়ে দেয় ৬-০ ব্যবধানে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা।
২০২৭ সালে নারী বিশ্বকাপ বসবে ব্রাজিলে। তখন মার্তার বয়স হবে ৪১। বিশ্বকাপে খেলার সম্ভাবনা কম বললেও একেবারে না বলছেন না তিনি।
‘কোচ সবসময় বয়সের বাইরে গিয়ে দলের জন্য সেরা সিদ্ধান্ত নেন। তাই এখনই বলতে পারি না, দুই বছর পর বিশ্বকাপে খেলব কিনা। প্রতিদিনের অনুভূতি আর অভিজ্ঞতার ওপর নির্ভর করবে সব। আপাতত বর্তমানেই থাকতে চাই।’
বাংলাধারা/এসআর