ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মিরপুরে সিরিজের শুরুতেই ফিল্ডিংয়ে বাংলাদেশ, লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া জয়

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০৫:৫৫ বিকাল  

ছবি: সংগৃহিত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শনিবার বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে দুই দল।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি রেকর্ড বাংলাদেশের পক্ষে নেই। এখন পর্যন্ত মুখোমুখি ২২ ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে টাইগাররা। এর দুটি এসেছে মিরপুরে, বাকি একটি ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে, যদিও সেটি ছিল জাতীয় ‘এ’ দলের ম্যাচ। মূল দলের হয়ে সবশেষ জয় এসেছিল ২০১৬ সালে, সেটিও মিরপুরেই।

সেই পুরনো ইতিহাস পেছনে ফেলে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আবারও জয়ের স্বপ্নে মাঠে নামলেন লিটন, তামিমরা।

শ্রীলঙ্কা সফরে সিরিজ জেতা দলের একাদশে একটি পরিবর্তন এনেই খেলছে বাংলাদেশ। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের বদলে আজকের ম্যাচে একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। অন্যদিকে পাকিস্তান দলে আজই আন্তর্জাতিক অভিষেক হচ্ছে ৩১ বছর বয়সী বাঁহাতি পেসার সালমান মির্জার।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লিটন দাস জানান, দুই দলের জন্যই সুযোগ সমান। যদিও উইকেট শতভাগ প্রস্তুত হয়নি, তবুও এটিকে ‘স্পোর্টিং’ বলে উল্লেখ করেন তিনি। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাও বাংলাদেশ দলকে শ্রদ্ধা জানিয়ে বলেন, যে কোনো কন্ডিশনে ভালো ক্রিকেট খেলতে সক্ষম বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

বাংলাদেশের একাদশে রয়েছেন: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তানের একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

সিরিজে প্রতিপক্ষ শক্তিশালী হলেও ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে নতুন ইতিহাস গড়তে মুখিয়ে বাংলাদেশ।

বাংলাধারা/এসআর