ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন ট্র্যাজেডি: বিসিবির শোক ও সহমর্মিতার কর্মসূচি

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ১২:১২ দুপুর  

ছবি: সংগৃহিত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হৃদয়বিদারক প্রাণহানির ঘটনায় সারা দেশের মতো শোকাচ্ছন্ন ক্রীড়াঙ্গনও। এই শোকাবহ মুহূর্তে জাতীয় শোক দিবসের আবহে মঙ্গলবার (২২ জুলাই) বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিসিবি গঠনমূলক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।

এদিন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির আওতাধীন সব স্টেডিয়ামে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বিসিবির উদ্যোগে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও থাকবে শোকের ছায়া। ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে দুই দল ও উপস্থিত দর্শকরা সম্মিলিতভাবে শ্রদ্ধা জানাবেন দুর্ঘটনার শিকারদের প্রতি। এ সময় দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যাচ অফিসিয়ালরা কালো বাহুবন্ধনী ধারণ করবেন।

স্টেডিয়ামে প্রচলিত রীতি অনুযায়ী ম্যাচ চলাকালে সাধারণত বিভিন্ন সংগীত বাজানো হলেও, মঙ্গলবারের ম্যাচে সে ধারা থেকে সরে এসেছে বিসিবি। স্টেডিয়ামে কোনো ধরনের সংগীত বাজানো হবে না— যা বিসিবির পক্ষ থেকে একটি সচেতন ও সংবেদনশীল সিদ্ধান্ত।

এক বিবৃতিতে বিসিবি জানায়, "এই শোকাবহ সময়ে আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। গোটা জাতির সঙ্গে আমরাও এই শোক ও বেদনায় অংশীদার।"

জাতীয় শোক দিবস ও মাইলস্টোনের মর্মান্তিক ট্র্যাজেডির প্রেক্ষাপটে বিসিবির এই মানবিক অবস্থান ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে দিচ্ছে সংবেদনশীলতার বার্তা। দেশের অন্যতম বৃহৎ ক্রীড়া সংস্থার এই উদ্যোগ প্রমাণ করে, সংকটময় মুহূর্তে ক্রীড়াবিশ্বও পিছিয়ে থাকে না সমব্যথী হতে।

বাংলাধারা/এসআর