দ্বৈত দায়িত্বে শান মাসুদ: পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরামর্শক পদে নিয়োগ
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০১:১৯ দুপুর
ছবি: সংগৃহিত
পাকিস্তান জাতীয় দলের টেস্ট অধিনায়ক শান মাসুদ এখন পেলেন আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, এই পদটি ভবিষ্যতে “ইন্টারন্যাশনাল ডিরেক্টর” বা আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরিচালক হিসেবে রূপ নেবে, যা পিসিবির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ হিসেবে বিবেচিত।
শুক্রবার (২৪ অক্টোবর) পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি এই নিয়োগের ঘোষণা দেন বলে জানিয়েছে পাকিস্তানের একাধিক গণমাধ্যম। জানা গেছে, পাকিস্তানে সফররত দক্ষিণ আফ্রিকা দলের জন্য প্রধানমন্ত্রী শাহাবাজ শরিফ আয়োজিত নৈশভোজে উপস্থিত ছিলেন পিসিবি কর্মকর্তারা। সেখানেই নাকভি আনুষ্ঠানিকভাবে শান মাসুদের নতুন দায়িত্বের ঘোষণা দেন।
তবে আপাতত মাসুদকে অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার মেয়াদ ও পরবর্তী পদোন্নতি নিয়ে সিদ্ধান্ত হবে পরবর্তীতে।
নতুন দায়িত্বে শান মাসুদকে আন্তর্জাতিক ক্রিকেট অপারেশন পর্যবেক্ষণ, পাকিস্তান জাতীয় দলের ম্যানেজমেন্টে কৌশলগত পরামর্শ দেওয়া এবং অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
এর আগে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরিচালক পদে ছিলেন ওসমান ওয়াহলা। তিনি ২০২৩ সালে দায়িত্ব পান, তবে স্থায়ী নিয়োগ না পাওয়ায় গত সেপ্টেম্বরে পদত্যাগ করেন। তার শূন্যপদ পূরণের জন্য পিসিবি ইতোমধ্যে নতুন বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে। আবেদন গ্রহণ চলছে ২ নভেম্বর পর্যন্ত। তবে তার আগেই মাসুদকে এই দায়িত্ব দেওয়া হলো।
উল্লেখ্য, শান মাসুদ গত দুই বছর ধরে পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্ব দিয়ে আসছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়েও তার ভূমিকা রাখার সুযোগ তৈরি হলো।
বাংলাধারা/এসআর
