ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

অধিনায়কত্ব হারিয়ে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি রিজওয়ানের

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০১:০৯ দুপুর  

ছবি: সংগৃহিত

পাকিস্তান ক্রিকেটে আবারও বিতর্কের ঝড়। অধিনায়কত্ব হারানোর পর নতুন কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন কাঠামো এবং নেতৃত্বে অস্থিরতা নিয়েই তার এই সিদ্ধান্ত বলে জানা গেছে।

পিসিবি সম্প্রতি ২০২৫-২৬ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন এনেছে। দীর্ঘদিন ধরে চালু থাকা ‘এ’ ক্যাটাগরি সম্পূর্ণভাবে বাতিল করে খেলোয়াড়দের ‘বি’, ‘সি’ ও ‘ডি’, এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এতে রিজওয়ান, সাবেক অধিনায়ক বাবর আজম ও বর্তমান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি সবাই ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছেন।

বোর্ডের এই পদক্ষেপে হতাশ রিজওয়ান মনে করছেন, এটি সিনিয়র খেলোয়াড়দের প্রতি অবিচার। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রিজওয়ান চুক্তিতে সই করার আগে ক্যাটাগরি ‘এ’ পুনর্বহাল এবং অধিনায়কত্বে স্থিতিশীলতা চাচ্ছেন। তার অভিযোগ, নিয়মিত নেতৃত্ব পরিবর্তনের কারণে দলের ভেতরে অনিশ্চয়তা ও মনোবলহীনতা তৈরি হচ্ছে।

রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান টি-টোয়েন্টি দলে ভালো ফল পেলেও ২০২৪ সালের শেষ দিকে তাকে হঠাৎ সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই তিনি জাতীয় দলের হয়ে আর কোনো টি-টোয়েন্টি খেলেননি।

অন্যদিকে, পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন চুক্তির উদ্দেশ্য হলো ধারাবাহিক পারফর্মারদের উৎসাহ দেওয়া এবং তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরি করা। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বলেছেন, “আমরা চাই পাকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে। এজন্যই কেন্দ্রীয় চুক্তির কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে।”

তবে বিতর্কের মধ্যেও রিজওয়ানকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দলে রাখা হয়েছে। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে এই সিরিজ, যেখানে নেতৃত্ব দেবেন শাহীন আফ্রিদি।

ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, রিজওয়ানের এই অবস্থান পিসিবির সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে নেতৃত্ব ও পুরস্কার কাঠামো নিয়ে পাকিস্তান দলে যে অস্থিরতা চলছে, তা মাঠের পারফরম্যান্সেও প্রভাব ফেলতে পারে।

বাংলাধারা/এসআর