ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ নারী দল

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৩:৪৫ দুপুর  

ফাইল ছবি

আগামী ডিসেম্বরের মাঝামাঝি তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের সূচি চূড়ান্ত করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড- বিসিবি ও বিসিসিআই। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ম্যাচগুলো কলকাতা ও কটকে অনুষ্ঠিত হতে পারে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)-এর অংশ হিসেবে নির্ধারিত এই সফরে ওয়ানডে সিরিজটি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপেরও অংশ হবে।

বিসিবির এক কর্মকর্তা বলেন, “সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে খসড়া অনুযায়ী আমরা ১৪-১৫ ডিসেম্বরের দিকে ভারতে যাব। স্বাগতিক বোর্ডকেও আমরা এ সময়সূচির ভিত্তিতেই প্রস্তাব দিয়েছি।”

সম্প্রতি ঘরের মাঠে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে বাংলাদেশ সপ্তম হয়ে টুর্নামেন্ট শেষ করে। এবারের বিশ্বকাপে সরাসরি জায়গা না পাওয়ায় বাংলাদেশকে খেলতে হয়েছিল বাছাইপর্বে।

আগামী সিরিজ দিয়েই শুরু হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন মিশন- পরবর্তী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের লড়াই।


বাংলাধারা/এসআর