ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

শেষ ১৫ ম্যাচে জাকেরের ব্যাটে মাত্র ৩ ছক্কা: ফিনিশার তকমা কতটা যৌক্তিক?

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ০১, ২০২৫, ০৪:০৭ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ টি-টোয়েন্টি দলে তাকে দেখা হয় ‘ফিনিশার’ হিসেবে,ইনিংসের শেষ দিকে নেমে দ্রুত রান তোলা ও বড় ছক্কায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একজন ব্যাটার হিসেবে। কিন্তু পরিসংখ্যান বলছে, জাকের আলী অনিকের ব্যাটে সেই প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না।

শেষ ১৫ ম্যাচে জাকেরের ব্যাট থেকে এসেছে মাত্র ৩টি ছক্কা, যা একজন ফিনিশারের মানদণ্ডে বেশ হতাশাজনক। এই সময়ে তিনি মোট ১৯০ রানের সামান্য বেশি করেছেন, পঞ্চাশ ছুঁতে পারেননি একবারও। সর্বোচ্চ ইনিংস ৪১ রানের অপরাজিত, সেটিও শ্রীলঙ্কার বিপক্ষে তুলনামূলক ধীরগতিতে।

সংখ্যার আয়নায় জাকেরের পারফরম্যান্স

ম্যাচ: ১৫

ইনিংস: ১৩ (৪ বার অপরাজিত)

মোট রান: ১৯০+

সর্বোচ্চ স্কোর: ৪১*

ছক্কা: ৩

চার: ১৬

স্ট্রাইক রেট: গড়ে ১০০-এর নিচে

পঞ্চাশ: ০

এমন পরিসংখ্যান আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে ‘ফিনিশার’ হিসেবে টিকে থাকার জন্য যথেষ্ট নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ফিনিশারের দায়িত্ব শুধু ছক্কা হাঁকানো নয়, বরং চাপের মুহূর্তে স্ট্রাইক ঘুরিয়ে খেলা, ওভারপ্রতি রানরেট ধরে রাখা এবং শেষ মুহূর্তে ঝড় তোলা। কিন্তু জাকেরের পারফরম্যান্সে সেই সামর্থ্য এখনো প্রতিফলিত হয়নি।

ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে জাকেরের ব্যাটিং ঝলকই মূলত তাকে জাতীয় দলে জায়গা করে দেয়। নির্বাচকরা ভেবেছিলেন, শেষ দিকে তিনি ১৫-২০ বলে দ্রুত ৩০-৪০ রান এনে দিতে পারবেন। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তার সেই রূপ দেখা যাচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, জাকেরের সবচেয়ে বড় সমস্যা শট নির্বাচন ও স্ট্রাইক রোটেশনে দুর্বলতা। শেষের দিকে নামলে তিনি প্রথম কয়েক বলে ছক্কার চেষ্টা করতে গিয়ে ডট বল খেলেন, ফলে চাপ বাড়ে এবং শেষ পর্যন্ত ভুল শট খেলে আউট হয়ে যান।

বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সেটআপে দীর্ঘদিন ধরে ডেথ ওভারে রান তোলার সমস্যা স্পষ্ট। ওপেনাররা শুরুর দিকটা সামাল দিলেও মিডল ও লোয়ার অর্ডারে প্রয়োজনীয় গতি আনতে পারছেন না জাকেরসহ অন্য ব্যাটাররা। ফলে দলের মোট স্কোর বারবার থেমে যাচ্ছে গড়পড়তা পর্যায়ে।

একজন কার্যকর ফিনিশার যেখানে ইনিংসের শেষ ১৫-২০ বলে ৩০-৪০ রান তুলতে পারেন, সেখানে জাকেরের ব্যাটে দীর্ঘদিন ধরে আসছে না তেমন কোনো ঝড়।

প্রশ্ন তাই এখন একটাই,যিনি পরিচয়ে ‘ফিনিশার’, তার ব্যাটে যদি ১৫ ম্যাচে মাত্র তিনটি ছক্কা হয়, তবে সেই তকমা কতটা ন্যায্য?

বাংলাধারা/এসআর