ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

বৃষ্টিতে অনিশ্চিত নারী বিশ্বকাপের ফাইনাল, শিরোপা নির্ধারণ হবে যেভাবে

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ০২, ২০২৫, ০৪:৪৪ দুপুর  

ছবি: সংগৃহিত

রোমাঞ্চকর নারী বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়ানোর আগেই বৃষ্টির কারণে অনিশ্চয়তায় পড়েছে ম্যাচটি। রোববার (২ নভেম্বর) ভারতের মুম্বাইয়ের নাবি মুম্বাই স্টেডিয়ামে নির্ধারিত সময়ে টসও অনুষ্ঠিত হয়নি। সকাল থেকে থেমে থেমে হওয়া বৃষ্টি মাঠ খেলার অযোগ্য করে তুলেছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ মুম্বাইয়ে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশেরও বেশি। বিশেষ করে স্থানীয় সময় বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। ফলে ফাইনাল ম্যাচটি বাতিল হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

যদি বৃষ্টির কারণে ম্যাচ অনুষ্ঠিত না হয়, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী ভারত ও দক্ষিণ আফ্রিকাকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। দুই দলই এর আগে কখনো নারী বিশ্বকাপ জিতেনি, তাই দু’দলেরই লক্ষ্য ইতিহাসে নিজেদের নাম এককভাবে খোদাই করা।

তবে আইসিসি বিকল্প ব্যবস্থাও রেখেছে। রোববার ম্যাচ সম্পূর্ণ না হলে সোমবার (৩ নভেম্বর) রিজার্ভ ডে-তে খেলা অনুষ্ঠিত হবে। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, সেদিনও বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ। ফলে চূড়ান্ত ফাইনাল ঘিরে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক বলেন, “আমরা জানি ফাইনালে হারার কষ্ট কেমন। এবার চাই জয়ের স্বাদ নিতে। অনেক পরিশ্রম করেছি আমরা। দেশবাসী আমাদের নিয়ে গর্বিত, সেই আস্থা রাখতেই হবে।”

ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১। অনলাইনেও দেখা যাবে ম্যাচটি। ক্রীড়াপ্রেমীরা টফি লাইভে সাবস্ক্রিপশন কিনে মোবাইল ফোনেই উপভোগ করতে পারবেন নারী বিশ্বকাপের এই মর্যাদাপূর্ণ ফাইনাল।

বাংলাধারা/এসআর