ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন সালাউদ্দিন

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ০৫, ২০২৫, ০৪:২৭ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-কে নিশ্চিত করেছেন।

সালাউদ্দিন বলেন, “হ্যাঁ, আমি পদত্যাগ করছি। ব্যক্তিগত কিছু কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ শেষেই দায়িত্ব থেকে বিদায় নেবেন।

যদিও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল, তবে দায়িত্ব নেওয়ার মাত্র এক বছরের মাথায়ই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিজ্ঞ কোচ।

গত বছর জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান সালাউদ্দিন, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়েছেন এবং লিটন দাস, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেনের মতো ক্রিকেটারদের গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সালাউদ্দিনের পদত্যাগের খবরে টিম ম্যানেজমেন্টে নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। কয়েকদিন আগেই ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল, আর টিম ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন আব্দুর রাজ্জাক।
ক্রিকেট অঙ্গনে সালাউদ্দিনের পদত্যাগকে অনেকেই বিস্ময় হিসেবে দেখছেন। কারণ, তিনি ছিলেন জাতীয় দলের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী কোচ। তার অধীনে অনেক তরুণ খেলোয়াড় নিজেদের খেলায় ধারাবাহিকতা খুঁজে পেয়েছিলেন।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, বোর্ড এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। আয়ারল্যান্ড সিরিজ শেষে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাধারা/এসআর