বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ: আম্পায়ার ও ম্যাচ অফিসিয়ালদের চূড়ান্ত তালিকা প্রকাশ
প্রকাশিত: নভেম্বর ০৯, ২০২৫, ০৩:৫৫ দুপুর
ছবি: সংগৃহিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা। দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ আন্তর্জাতিক আম্পায়াররা।
ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন আইসিসির এলিট প্যানেলের সদস্য, জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে প্রথম টেস্টে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আহসান রাজা ও অস্ট্রেলিয়ার স্যাম নোগাজস্কি। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ।
দ্বিতীয় টেস্টে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন স্যাম নোগাজস্কি ও রিচার্ড ইলিংওয়ার্থ, আর টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আহসান রাজা। দুই টেস্টেই চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির প্যানেলভুক্ত তানভির আহমেদ ও মাসুদুর রহমান মুকুল।
টেস্ট সিরিজের সূচি অনুযায়ী, প্রথম ম্যাচ ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে, এবং দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। অন-ফিল্ড, টিভি ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়াররা। রোটেশন পদ্ধতিতে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল, মোরশেদ আলী খান, মাসুদুর রহমান মুকুল ও তানভির আহমেদ।
উল্লেখযোগ্য, এই সিরিজে নারী আম্পায়ার সাথিয়া জাকির জেসী টিভি ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময়)।
বাংলাধারা/এসআর
