ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

কঠিন গ্রুপে বাংলাদেশ, অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে প্রতিপক্ষ চীন-থাইল্যান্ড-ভিয়েতনাম

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০২:২২ দুপুর  

ছবি: সংগৃহিত

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। আজ (সোমবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তরে অনুষ্ঠিত ড্রয়ে বাংলাদেশের মেয়েরা স্থান পেয়েছে ‘এ’ গ্রুপে।

এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী চীন, থাইল্যান্ড ও ভিয়েতনাম। গ্রুপের অন্যতম ফেভারিট চীন একবারের চ্যাম্পিয়ন দল হওয়ায় চ্যালেঞ্জটা কঠিনই হতে যাচ্ছে বাংলাদেশের নবীন ফুটবলারদের জন্য।

আগামী এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এবারের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ। এ আসরটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই প্রথমবারের মতো এ পর্যায়ের টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে দেশের নারী দল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, মেয়েদের প্রস্তুতি জোরদার করতে শিগগিরই শুরু হবে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। এ প্রসঙ্গে বাফুফের এক কর্মকর্তা বলেন, “আমরা জানি এটি কঠিন গ্রুপ, তবে মেয়েরা আগেও অনেক অসম্ভবকে সম্ভব করেছে। এবারও তারা লড়াই করবে সর্বোচ্চ দিয়ে।”

বাংলাদেশের নারী ফুটবলারদের সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্সে আশাবাদী দেশের ফুটবলপ্রেমীরাও। তারা বিশ্বাস করছেন, থাইল্যান্ডে এশিয়ান মঞ্চে বাংলাদেশ নতুন এক ইতিহাস রচনার সুযোগ পাবে।

বাংলাধারা/এসআর