বিপিএলে কমলো ক্রিকেটারদের সম্মানী, ‘এ’ ক্যাটেগরিতে দেশিদের ৩০ লাখ টাকা কম
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০২:৪৫ দুপুর
ছবি: সংগৃহিত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে এবার কমানো হয়েছে দেশি ও বিদেশি ক্রিকেটারদের সম্মানী। কলেবরে ছোট হওয়া এবারের বিপিএলে বাজেটও কমেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। ফলে ‘এ’ ক্যাটেগরির দেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা, যেখানে আগের আসরে ছিল ৮০ লাখ টাকা। বিদেশিদের ক্ষেত্রে ‘এ’ ক্যাটেগরিতে ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ হাজার মার্কিন ডলার, যা গতবারের ৮০ হাজার ডলার থেকে প্রায় অর্ধেক। প্রতিটি দল ‘এ’ ক্যাটেগরি থেকে একজন করে ক্রিকেটার নিতে পারবে।
গত আসরের তুলনায় এবারের প্লেয়ার্স ড্রাফটে শুধু সম্মানী নয়, ক্যাটেগরির সংখ্যাতেও এসেছে পরিবর্তন। দেশি ক্রিকেটারদের সাতটি থেকে কমিয়ে ছয়টি ক্যাটেগরি করা হয়েছে। ‘বি’ ক্যাটেগরিতে সম্মানী কমে ৫০ লাখ থেকে ৩৫ লাখ, ‘সি’ ক্যাটেগরিতে ২২ লাখ, ‘ডি’ ক্যাটেগরিতে ১৮ লাখ, ‘ই’ ক্যাটেগরিতে ১৪ লাখ এবং ‘এফ’ ক্যাটেগরিতে ১১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। বিদেশিদের ‘বি’ ক্যাটেগরিতে ২৫ হাজার, ‘সি’ ক্যাটেগরিতে ২০ হাজার, ‘ডি’ ক্যাটেগরিতে ১৫ হাজার এবং ‘ই’ ক্যাটেগরিতে ১০ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বিপিএলের এবারের আসরে দলসংখ্যা কমে সাত থেকে পাঁচটিতে নেমে এসেছে। ফলে দল পাবে সর্বোচ্চ ৮০ জন দেশি ক্রিকেটার, যেখানে গতবার সুযোগ ছিল অন্তত ৮২ জনের। প্রতিটি দলে ১৩ জন দেশি ক্রিকেটার নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিদেশিদের নিবন্ধন উন্মুক্ত থাকবে। ড্রাফট থেকে অন্তত দুইজন বিদেশি নিতে হবে, বাকিদের সরাসরি চুক্তির সুযোগ থাকবে।
ইতোমধ্যে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি ১০ জন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি সম্পন্ন করেছে। রংপুর রাইডার্সে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান, ঢাকা ক্যাপিটালসে তাসকিন আহমেদ ও সাইফ হাসান, রাজশাহী অ্যারিয়ার্সে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম, সিলেট টাইটানসে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ, আর চট্টগ্রাম রয়্যালস দলে আছেন শেখ মেহেদী ও তানভীর ইসলাম।
অন্যদিকে গভর্নিং কাউন্সিল এবার প্রতিটি দলের ব্যয় সীমা নির্ধারণ করেছে। দেশি ক্রিকেটারদের পেছনে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা এবং বিদেশিদের পেছনে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ডলার ব্যয় করা যাবে। গত আসরে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৮ কোটি ৫০ লাখ টাকার বাজেট নির্ধারণ করা হয়েছিল।
চুক্তি অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলোকে খেলোয়াড়দের সম্মানীর ২৫ শতাংশ দিতে হবে সই করার সময়, ৫৫ শতাংশ লিগ চলাকালে এবং বাকি ২০ শতাংশ খেলা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
সব মিলিয়ে এবারের বিপিএল হচ্ছে সীমিত আকারে, সীমিত বাজেটে,তবে প্রতিযোগিতা ও ক্রিকেটীয় উত্তেজনায় কোনো ঘাটতি থাকবে না বলেই আশা ক্রিকেটপ্রেমীদের।
বাংলাধারা/এসআর
