ইনিংস ও ৪৭ রানের দুর্দান্ত জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০১:৩৮ দুপুর
ছবি: সংগৃহিত
বাংলাদেশ-আয়ারল্যান্ড দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকরা পেয়েছে দাপুটে জয়। প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে আয়ারল্যান্ডকে পরাজিত করে নাজমুল হোসেন শান্তর দল সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
চতুর্থ দিনের লাঞ্চের পরই আয়ারল্যান্ডের প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।
দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানেই থামে আয়ারল্যান্ডের লড়াই। পুরো ম্যাচজুড়েই নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে আধিপত্য দেখান বাংলাদেশি বোলাররা। অভিষিক্ত স্পিনার হাসান মুরাদ তার প্রথম টেস্টেই চমক দেখিয়ে নেন চারটি উইকেট। অভিজ্ঞ তাইজুল ইসলাম পান তিনটি উইকেট, আর দুই উইকেট শিকার করেন পেসার নাহিদ রানা।
দিনের শুরুতে আয়ারল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে ৫ উইকেটে ৮৫ রান নিয়ে। অ্যান্ডি ম্যাকব্রেইন ও ম্যাথিউ হামফ্রিস ভরসা জোগাতে পারেননি। তাইজুলের ঘূর্ণিতে ফিরে যান হামফ্রিস। এরপর ম্যাকব্রেইনকে সঙ্গ দিয়ে বলবার্নি ৬৪ রানের জুটি গড়লেও সেটাও বাংলাদেশকে বেশি ভোগাতে পারেনি। ৩৮ রান করে মুরাদের এলবিডব্লিউতে ফেরেন বলবার্নি।
ম্যাকব্রেইনের সংগ্রামী ইনিংস থামে ৫২ রানে-নাহিদ রানার গতির কাছে উইকেট হারান তিনি। শেষ দিকে জর্ডান নিল ও ব্যারি ম্যাকার্থির ৫৪ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়লেও মুরাদ ও তাইজুল আবারও আঘাত হেনে শেষ পরিণতি টেনে দেন।
এই জয়ে সিরিজের নিয়ন্ত্রণ এখন টাইগারদের হাতে। আগামী ১৯ নভেম্বর ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট, যেখানে চোখ থাকবে সিরিজ জয়ের দিকে।
বাংলাধারা/এসআর
