ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

মিতুলের ভুলে আবারও প্রশ্ন জাতীয় দলের গোলপোস্টে

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১২:৪২ দুপুর  

ছবি: সংগৃহিত

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষে স্টেডিয়াম গেটের সামনে অদ্ভুত এক দৃশ্য, গোলরক্ষক মিতুল মারমাকে লক্ষ্য করে দর্শকদের মুখে স্লোগান, ‘জিকো… জিকো…!’

বাংলাদেশের ফুটবলে এই ডাক এখন আর নতুন নয়। সাম্প্রতিক ম্যাচগুলোতে মিতুলের ধারাবাহিক ভুলে ক্ষুব্ধ সমর্থকদের বড় অংশ আবারও দেখতে চান প্রাক্তন সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে।

শুধু আবেগ নয়, পরিসংখ্যানও সমর্থকদের অবস্থানকে জোরদার করে। ২০২৫ সালে জাতীয় দলের হয়ে খেলা ছয় ম্যাচে মিতুল হজম করেছেন ৯ গোল। ক্যারিয়ারের ১৮ ম্যাচে গোল দিয়েছেন ৩২টি। নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোল তো তাঁর পজিশন সেন্স নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছে।

২০২৩ সালে ব্যক্তিগত ভুলের কারণে মাঠের বাইরে চলে যেতে হয় জিকোকে। সেই সুযোগে ঢাকায় আবাহনীর গোলরক্ষক মিতুল দলে জায়গা করে নেন এবং শুরুতে যথেষ্ট আত্মবিশ্বাসও দেখান। তবে সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্যান্স তীব্র সমালোচনার মুখে। প্রায় প্রতিটি ম্যাচেই দৃষ্টিকটু ভুল, যার মূল্য দিতে হচ্ছে দলকে।

দলে গোলরক্ষক হিসেবে মেহেদি হাসান শ্রাবণ ও সুজন হোসেন থাকলেও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কেন যেন মিতুলকেই দিয়ে যাচ্ছেন শুরুর একাদশে। ফলে গোলপোস্ট নিয়ে যে প্রতিযোগিতা থাকা দরকার, তা একেবারেই লক্ষণীয় নয়। বিশ্লেষকদের মতে, এই প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থাই মিতুলের আত্মতুষ্টিকে আরও বাড়িয়ে দিচ্ছে।

জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য বিষয়টি সরাসরি ব্যাখ্যা করলেন, “প্রতিদ্বন্দ্বিতা না থাকলে খেলোয়াড়ের মধ্যে ঢিলে মনোভাব আসে। মিতুল যদি মনে করে ভুল করলেও তাকে খেলানো হবে, তাহলে সেটা দলীয় স্বার্থেই ক্ষতি। দর্শকরা বারবার হতাশ হতে চায় না।”

নেপালের বিপক্ষে শেষ গোলের দায়ও পুরোপুরি মিতুলের কাঁধেই চাপালেন তিনি। বিপ্লবের মতে,
“ওই গোলের সময় তাঁর পজিশন ভুল ছিল। গোললাইনের ভেতরে না থেকে প্রথম পোস্ট কভার করলে গোলটা হতো না।”

বিপ্লব আরও বলেন, গোলরক্ষকদের ফর্ম উঠানামা করে। তাই যখন একজন অফ-ফর্মে, তখন অন্যদের সুযোগ দেওয়া উচিত।

“জাতীয় দলে খেলা আবেগের ব্যাপার, ঠিক আছে। তবে সেই আবেগে দলকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। দরকার হলে কিছুদিন বসে থেকে আবার ভাল ফর্মে ফিরে আসুক।”

বাংলাদেশ দল এখন প্রস্তুতি নিচ্ছে সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য। সমর্থকদের বড় প্রশ্ন, গোলপোস্টের নিচে কি এবারও থাকবেন মিতুল, নাকি আবার দেখা যাবে প্রতিযোগিতার প্রত্যাবর্তন?

বাংলাধারা/এসআর