ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

বিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন তামিম ইকবাল

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ১১:৫৮ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল ও ধারাবাহিক পারফর্মারদের একজন তামিম ইকবাল। বিপিএলের সূচনা থেকে আজ পর্যন্ত প্রতিটি আসরে তাকে দেখা গেছে, ব্যাট হাতে সুনাম, নেতৃত্বে বিচক্ষণতা আর উপস্থিতিতে বাড়ত টুর্নামেন্টের আকর্ষণ। সেই তামিমই এবার সরে দাঁড়ালেন বিপিএল থেকে, যেন এক দীর্ঘ অধ্যায়ের হঠাৎ ইতি।

রোববার (১৬ নভেম্বর) ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তামিম নিশ্চিত করেছেন যে তিনি আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে নিজের নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন। যদিও ড্রাফট অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর, সেখানে তামিম থাকছেন না। শাহরিয়ার নাফীসকে দেওয়া অনুরোধের কথা জানিয়ে তামিম বলেন, “হ্যাঁ, আমি বিপিএলে খেলছি না। আমি অনুরোধ করেছি যেন আমার নাম ড্রাফট থেকে সরিয়ে দেওয়া হয়।”

২০১২ সালে বিপিএলের যাত্রা শুরুর পর থেকে টুর্নামেন্টটি যেন তামিমকে ঘিরেই আবর্তিত হয়েছে। প্রতিটি আসরে ব্যাট হাতে ছন্দ, গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দায়িত্বশীল ইনিংস, আর ফ্র্যাঞ্চাইজিগুলোর নেতৃত্বে নিজেকে প্রমাণ, সবই তার পরিচয়ের অংশ। ফরচুন বরিশালের টানা দুই শিরোপা জয়ে তার ভূমিকা ছিল বিশেষভাবে স্মরণীয়; তাকে বিপিএলের ইতিহাসের সেরা পারফর্মারদের একজন বলতেই হয়।

তার সরে দাঁড়ানোটা যতটা অপ্রত্যাশিত, ততটাই অনুমেয়ও। গত বছরের মার্চে হৃদরোগজনিত সমস্যার পর তিনি মাঠ থেকে দূরে চলে যান এবং এখনও পুরোপুরি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করতে সময় নিচ্ছেন। স্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে গিয়ে তিনি নিজের রুটিন বদলেছেন, পুনর্বাসনে মনোযোগ দিচ্ছেন এবং ঝুঁকি এড়াতে চাচ্ছেন।

এর সঙ্গে যোগ হয়েছে ফ্র্যাঞ্চাইজি অনিশ্চয়তা। যেই ফরচুন বরিশালের হয়ে তামিম খেলছিলেন, তারা এবার স্বল্প প্রস্তুতির কারণে বিপিএলে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। এতে তামিমের অংশগ্রহণ নিয়ে দ্বিধা আরও বেড়ে যায়।

আরেকটি বড় দিক হলো ক্রিকেট প্রশাসনে তার আগ্রহ। বিসিবি নির্বাচনে প্রার্থী হওয়ার উদ্যোগ নিয়ে আলোচনায় আসার পর “সরকারি হস্তক্ষেপ” এর অভিযোগ তুলে সরে দাঁড়ান তিনি। এতে বুঝা যায় মাঠের বাইরের ভূমিকাও তার ভবিষ্যৎ পরিকল্পনায় জায়গা করে নিচ্ছে।

সব মিলিয়ে ৩৬ বছর বয়সী তামিম এখন একটু থেমে নিজের পথ নতুন করে সাজাচ্ছেন। তিনি আবার কবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন, সে প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে বিপিএল থেকে নাম প্রত্যাহারের মাধ্যমে তার দীর্ঘ ও দারুণ এক অধ্যায় যেন সাময়িকভাবে বন্ধ হয়ে গেল।

বাংলাদেশ ক্রিকেটের এক যুগ যে তামিমকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, সে যুগের নায়ক এখন একটু বিরতি নিচ্ছেন। সামনে তিনি কোন পথে হাঁটবেন, মাঠে ফিরবেন, নাকি ক্রিকেট প্রশাসনে দৃশ্যমান ভূমিকা নেবেন এটাই এখন অপেক্ষার বিষয়।

বাংলাধারা/এসআর