হামজার আগুনে ডার্বি আজ, দক্ষিণ এশিয়ার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ-ভারত
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ১১:১৫ দুপুর
ছবি: সংগৃহিত
ঢাকায় আজ দক্ষিণ এশিয়ার সর্বাধিক উত্তেজনাপূর্ণ ফুটবল দ্বৈরথ-বাংলাদেশ বনাম ভারত। এশিয়ান কাপ বাছাইপর্বে দুই দলই বিদায় নিলেও নিয়ম রক্ষার ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।
সোমবার সকালে পাঁচতারকা হোটেলে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ফিল সিমন্সের সঙ্গে দেখা হয় বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। ভারত ম্যাচের চাপ নিয়ে প্রশ্ন করলে জামাল হাসিমুখে বলেন, “চাপ তো সবসময়ই থাকে।” প্রতিবেশী দুই দেশের লড়াই যে খেলাই হোক, সেটি সবসময়ই বাড়তি আবেগ তৈরি করে।
আজ বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে year's শেষ দক্ষিণ এশিয়ান ডার্বি। মার্চে শিলংয়ে প্রথম লেগে শ্রেয়তর পারফরম্যান্স করেও গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। সেই ম্যাচেই লাল-সবুজ জার্সিতে নজর কাড়েন ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। বর্তমানে এশিয়ার অন্যতম আলোচিত তারকা এই ফুটবলার-বাংলাদেশের জয়ে বড় ভরসা।
ভারত দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী রায়ান উইলিয়ামস। তবে তাঁর মাঠে নামা নির্ভর করছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের ছাড়পত্রের ওপর, যা সোমবার রাত পর্যন্ত পাওয়া যায়নি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল বলেন, “এটা আবেগের ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, সেটা শুধু আমাদের নয়, সমর্থকদের জন্যও বড় উপহার হবে।”
র্যাঙ্কিংয়ে বড় ব্যবধান-ভারত ১৩৬, বাংলাদেশ ১৮৩তম। তবে জামাল এটিকে শুধুই সংখ্যা হিসেবে দেখছেন। তাঁর ভাষায়, “ম্যাচে চাপ থাকবে, হলুদ কার্ড হবে, স্লেজিংও হবে। তবে আমি এটাকে স্বাভাবিক ম্যাচ হিসেবেই নেব।”
বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, “এই ম্যাচের আবেগ অনেক বেশি। তবে আবেগ নিয়ন্ত্রণ করাই মূল বিষয়। আমাদের দল আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। এবার ভারতের বিপক্ষে জয়ের সুযোগটা নিতে হবে।”
শেষ মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখার বিষয়ে ফুটবলারদের আলাদা প্রস্তুতি করিয়েছেন কোচ। তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই রাকিব, সাদ, তপু, শমিতদের প্রস্তুতি চূড়ান্ত।
আজ জাতীয় স্টেডিয়াম উপচে পড়া দর্শকে ভরে যাবে, এটা নিশ্চিত। দক্ষিণ এশিয়ার ডার্বিতে বাংলাদেশ এবার ভরসা করছে হামজা-জামালের রসায়নে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে জয়ের মানসিকতায়।
বাংলাধারা/এসআর
