ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

মুশফিককে শুভেচ্ছা জানিয়ে যা বললেন কিংবদন্তি রিকি পন্টিং

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৪:১৭ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আজ যুক্ত হলো নতুন এক মাইলফলক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। এই বিশেষ অর্জনের মুহূর্তে শুভেচ্ছা জানাতে ভুললেন না অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং।

আইসিসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করে যেখানে পন্টিং মুশফিকের অসাধারণ যাত্রাকে তুলে ধরে অভিনন্দন জানান।

পন্টিং বলেন, “এটা সত্যিই অসাধারণ কৃতিত্ব। প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক তার শততম টেস্ট খেলছে, এটা দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন।”

তিনি আরও যোগ করেন, “আমি সবসময়ই বলি, একজন ক্রিকেটারের প্রকৃত মান বোঝা যায় তার দীর্ঘস্থায়িত্ব দিয়ে। যারা বড় মঞ্চে বছরের পর বছর ধরে পারফর্ম করে যায়, তারাই আসল তারকা। ৭০, ৮০ কিংবা ৯০ টেস্ট খেলতে খেলতেই একজন ক্রিকেটার নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পায়, আরও উন্নতি করার সুযোগ পায়। এটা কোনোভাবেই সহজ নয়; বরং অসাধারণ।”

মুশফিকের শততম ম্যাচকে কেন্দ্র করে পন্টিং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই অসাধারণ অর্জনের জন্য তাকে সাধুবাদ জানাই। আশা করি তার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচটি হবে এটিই।”

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটারের অর্জনে পুরো ক্রিকেট বিশ্ব আজ প্রশংসায় মুখর।

বাংলাধারা/এসআর