ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ব্যাগি গ্রিন আমৃত্যু সংরক্ষণ করতে চান মুশফিকুর রহিম

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৯:৩৮ রাত  

ছবি: সংগৃহিত

২০০৫ সালে ইংল্যান্ডে আন্তর্জাতিক অভিষেক। দুই দশকের পথচলায় বাংলাদেশের ক্রিকেটের ধারাবাহিকতা, নিবেদন ও নিষ্ঠার প্রতীক হয়ে উঠেছেন মুশফিকুর রহিম। আজ ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে খেলছেন তাঁর ক্যারিয়ারের শততম টেস্ট, এক বিরল অর্জন। এর মধ্যেই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে তাঁর পুরনো ব্যাগি গ্রিন ক্যাপটি।

কিছুদিন আগে সামাজিক মাধ্যমে মুশফিক শেয়ার করেছিলেন সেই ক্যাপের ছবি। সময়ের প্রভাবে রং চটে যাওয়া, বহু বছরের ঘামে সুতায় সুতায় ক্ষয়ে যাওয়া, এই ক্যাপই মুশফিকের টেস্ট যাত্রার সবচেয়ে প্রিয় স্মারক। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “সকল উত্থান-পতনের সঙ্গী...”

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে শততম টেস্টে ঝলমলে ১০৬ রানের ইনিংসের পর সংবাদ সম্মেলনে জানালেন, এই ক্যাপই তাঁর কাছে টেস্ট ক্রিকেটের মর্যাদা ও আবেগের প্রতীক, এবং তিনি জীবনের শেষদিন পর্যন্ত এটি সংরক্ষণ করে যেতে চান।

মুশফিক বলেন, “আমার কাছে টেস্টই সেরা ফরম্যাট। আর টেস্টের সবচেয়ে বড় সম্মান এই ব্যাগি গ্রিন। এর মর্যাদা ভাষায় বোঝানো যাবে না। কোনো টেস্টে আমি ক্যাপ ছাড়া ফিল্ডিং করিনি। এত বছর ব্যবহার করতে করতে ক্যাপের অবস্থা খারাপ হয়ে গেছে। আশা করি, আমৃত্যু আমি এটি ধরে রাখতে পারবো।”

শততম টেস্টে করা সেঞ্চুরিটা উৎসর্গ করেছেন জীবনের সবচেয়ে কাছের মানুষদের দাদা-দাদী ও নানা-নানীকে। তাঁদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুশফিক।

তিনি বলেন, “ওরা আমার সবচেয়ে বড় ভক্ত ছিল। আমাকে বলতেন,‘তোমার খেলা দেখার জন্য আরও কয়েকদিন বেঁচে থাকতে চাই।’ তাদের দোয়া আর আশীর্বাদের কারণেই আমি আজ এতটা পথ এসেছি। জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছেন, তবে এই সেঞ্চুরি আমি ওই চারজনকেই উৎসর্গ করতে চাই।”

দুই দশকের ধারাবাহিকতা, শততম টেস্ট, আর ব্যাগি গ্রিনের প্রতি গভীর শ্রদ্ধা, বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিমের এমন অধ্যায় নিঃসন্দেহে এক অনন্য মাইলফলক।

বাংলাধারা/এসআর