লিটনকে ৭৫ লাখে পেল রংপুর, ভাবতেও পারেননি সোহান
প্রকাশিত: ডিসেম্বর ০১, ২০২৫, ১২:৩৪ দুপুর
ছবি: সংগৃহিত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিলাম পদ্ধতি প্রত্যাবর্তনের দিনে রংপুর রাইডার্সের জন্য চমক এনে দিয়েছে জাতীয় টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। ‘এ’ ক্যাটাগরির এই উইকেটরক্ষক ব্যাটারকে মাত্র ৭৫ লাখ টাকায় দলে ভেড়িয়েছে রংপুর, যা দলটির জন্য সত্যিকারের বড় পাওয়া বলে মনে করছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
নিলামের দিনে সর্বোচ্চ দাম ১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রাম রয়্যালস দলে নিয়েছে নাঈম শেখকে। এর তুলনায় লিটনের মূল্য কিছুটা কম হলেও তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনায় রংপুরের জন্য এটি ছিল নিঃসন্দেহে লাভজনক।
নিলাম শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহান বলেন, “টি-টোয়েন্টিতে টপ অর্ডারে অনেক দায়িত্ব থাকে। আমাদের টপ অর্ডার ইতিমধ্যেই হেভি। লিটনকে ৭৫ লাখে পাওয়া আমাদের জন্য আশার থেকেও বড় পাওয়া। আমরা আশা করি, লিটনের খেলা আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে।”
রংপুর রাইডার্স তাওহীদ হৃদয়কেও দলে নিয়েছে ৯২ লাখ টাকায়, তবে অধিনায়ক সোহান সব খেলোয়াড়কেই সমানভাবে মূল্যায়ন করেন। তিনি বলেন, “দলে যেই খেলোয়াড়ই থাকুক না কেন, প্রতিটি খেলোয়াড়ের অবদান সমান গুরুত্বপূর্ণ। একটি দল হিসেবে খেলতে গেলে সবাইকে সমানভাবে মূল্যায়ন করতে হবে।”
রংপুরের উইকেটরক্ষক ব্যাটার আরও বলেন,“প্রতিবছরই বিদেশি খেলোয়াড়দের ওপর নির্ভর করতে হয়। কিন্তু তারা যেহেতু আসা-যাওয়ার মধ্যে থাকে, তাই দল সমন্বয়ে ঘাটতি থাকে। সেই জায়গা পূরণ করতে আমরা স্থানীয় খেলোয়াড়দের ওপর গুরুত্ব দিয়েছি। আমাদের লক্ষ্য ছিল এমন এক দল গড়ে তোলা, যা জাতীয় দল-ধাঁচের এবং সবচেয়ে ভালো সমন্বয় তৈরি করতে পারে।”
নিলাম শেষে রংপুর রাইডার্সের আত্মবিশ্বাস আরও বেড়েছে। অধিনায়ক সোহানের মতে, লিটনের খেলার মাধ্যমে দলের পরিকল্পনা এবং কৌশল আরও শক্তিশালী হবে।
বাংলাধারা/এসআর
