টি-টোয়েন্টি বিশ্বকাপ:
বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড চূড়ান্তের পথে, কারা থাকছেন আলোচনায়?
প্রকাশিত: ডিসেম্বর ০৩, ২০২৫, ০৪:০২ দুপুর
ছবি: সংগৃহিত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসছে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হতে যাওয়া এই আসরের সূচি আগেই ঘোষণা করেছে আইসিসি। এবারের আসরে মোট ২০ দলকে রাখা হয়েছে চারটি গ্রুপে। ভাগ্য অনুকূল নয় বাংলাদেশ দলের,‘সি’ গ্রুপে পেয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে। সঙ্গে রয়েছে নেপাল ও ইতালির মতো উদীয়মান প্রতিপক্ষ।
বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজও শেষ করেছে টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই বছর শেষ করেছে বাংলাদেশ দল। সিরিজ শেষে অধিনায়ক লিটন দাস ইঙ্গিত দিয়েছেন,বিশ্বকাপ স্কোয়াড অনেকটাই চূড়ান্ত। তার ভাষায়, “এই সিরিজের আগেই বিশ্বকাপ দল গোছানো হয়ে গেছে। এশিয়া কাপ থেকেই একই সেট খেলোয়াড় প্রস্তুতি নিচ্ছে। বিপিএলে তারা খেলবে, তবে জাতীয় দলে এসে ভালো করলেই আমি খুশি।”
টপ অর্ডার প্রায় নিশ্চিত
দলের ওপেনিং জুটি হিসেবে ভাবা হচ্ছে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানকে। ব্যাটিংয়ের পরের ধাপেও সম্ভাব্যতার চিত্র প্রায় স্পষ্ট-লিটন দাস, তাওহীদ হৃদয় ও জাকের আলী নিশ্চিত তালিকায়।
মিডল অর্ডারে নতুন সম্ভাবনা
আয়ারল্যান্ড সিরিজের দলে থাকা তরুণ মাহিদুল ইসলাম অঙ্কন বিশ্বকাপ স্কোয়াডেও থাকতে পারেন। মারকুটে ব্যাটার শামীম হোসেন পাটোয়ারীকেও বিবেচনায় রেখেছেন নির্বাচকরা। অলরাউন্ডার সাইফউদ্দিনও ফিরতে পারেন চোটমুক্ত থাকলে।
স্পিন-পেস ভাগে নিয়মিত মুখ
স্পিন আক্রমণে রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান তিনজনই জায়গা পাকা করেছেন। পেস আক্রমণ সামলাবেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ। সঙ্গে ব্যাকআপ হিসেবে থাকবেন শরিফুল ইসলাম বা সাইফউদ্দিন, ফর্মের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত।
বিপিএলে চমক থাকলে দলে পরিবর্তন সম্ভব
বিশ্বকাপের আগে বিপিএলই নির্বাচকদের শেষ পরীক্ষার মঞ্চ। কোনো ক্রিকেটার যদি অসাধারণ পারফরম্যান্স দেখান, তবে শেষ মুহূর্তে স্কোয়াডে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকছে।
সম্ভাব্য বাংলাদেশ স্কোয়াড (টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫):
লিটন দাস (অধিনায়ক)
সাইফ হাসান (সহ-অধিনায়ক)
তানজিদ হাসান তামিম
পারভেজ হোসেন ইমন
তাওহীদ হৃদয়
জাকের আলী অনিক
নুরুল হাসান সোহান / মাহিদুল ইসলাম অঙ্কন
শামীম হোসেন
শেখ মেহেদী হাসান
রিশাদ হোসেন
নাসুম আহমেদ
মুস্তাফিজুর রহমান
তানজিম হাসান সাকিব
শরিফুল ইসলাম / মোহাম্মদ সাইফউদ্দিন
তাসকিন আহমেদ
বাংলাধারা/এসআর
