সালাউদ্দিনের পদত্যাগ গ্রহণ করেনি বিসিবি, জাতীয় দলের সঙ্গেই থাকছেন
প্রকাশিত: ডিসেম্বর ০৩, ২০২৫, ১১:১৮ রাত
ছবি: সংগৃহিত
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট নিয়ে গত কয়েক সপ্তাহের অনিশ্চয়তার অবসান হলো অবশেষে। আয়ারল্যান্ড সিরিজের আগে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও, বিসিবি শেষ পর্যন্ত সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের পদত্যাগপত্র গ্রহণ করেনি। ফলে তিনি আগের মতোই জাতীয় দলের সঙ্গে কাজ চালিয়ে যাবেন।
একই সঙ্গে নিশ্চিত হয়েছে, অস্থায়ী ব্যাটিং কোচ হিসেবে আনা মোহাম্মদ আশরাফুলও থাকছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এটি ভবিষ্যৎ পরিকল্পনায় ধারাবাহিকতা ও স্থিতিশীলতার বার্তা দিচ্ছে বলে মনে করছেন ক্রিকেটসংশ্লিষ্টরা।
সিরিজ শুরুর ঠিক আগে দায়িত্ব উপভোগ করতে না পারার কথা জানিয়ে বিসিবিতে পদত্যাগপত্র পাঠান সালাহউদ্দীন। এতে টিম ম্যানেজমেন্টে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছিল। তবে আজ গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন স্পষ্ট করেন, বোর্ড তার পদত্যাগ গ্রহণ করেনি।
তিনি বলেন, “এটা নিয়ে কোনো অনিশ্চয়তাই ছিল না। পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তিনি জাতীয় দলের সঙ্গেই থাকছেন।”
অন্যদিকে, আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তখন প্রশ্ন উঠেছিল, এটি কি শুধু এক সিরিজের জন্য, নাকি দীর্ঘমেয়াদি পরিকল্পনা? আজ নাজমূল আবেদীনের বক্তব্যে পরিষ্কার হয়েছে, আশরাফুলও থাকছেন দীর্ঘ মেয়াদে।
প্রশ্ন ছিল-বিশ্বকাপ পর্যন্ত কি তিনি দায়িত্বে থাকবেন?
উত্তরে নাজমূল বলেন, “এটাই এখন আমাদের টিম ম্যানেজমেন্ট।”
অর্থাৎ চলমান চক্রেই ব্যাটিং বিভাগ সামলাবেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান।
উল্লেখ্য, সালাহউদ্দীনের সঙ্গে বিসিবির চুক্তি রয়েছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তবে তার পদত্যাগের বিষয়ে তিনি এখনো কোনো মন্তব্য করেননি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
আয়ারল্যান্ড সিরিজ শেষ, সামনে স্বল্প বিরতি। এরপর বিপিএল শেষ হলেই ফেব্রুয়ারিতে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। নতুন করে টিম ম্যানেজমেন্টে স্থিতিশীলতা পাওয়া তাই বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক সংকেত।
বাংলাধারা/এসআর
