আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশি ৭ ক্রিকেটার, নেই সাকিব আল হাসান
প্রকাশিত: ডিসেম্বর ০৯, ২০২৫, ০১:০৬ দুপুর
ছবি: সংগৃহিত
আসন্ন আইপিএল নিলামের ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১ কোটি রুপির ভিত্তিমূল্যে নিবন্ধন করলেও শেষপর্যন্ত ছাঁটাই হয়েছেন তিনি। তবে সাকিব বাদ পড়লেও নিলামের মূল তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ৭ জন ক্রিকেটার।
এর মধ্যে সবচেয়ে বড় আলোচনার নাম ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারকে রাখা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজ নিলামে দলগুলোর নজর কাড়বেন বলেই মনে করা হচ্ছে।
মুস্তাফিজুর রহমান ছাড়াও ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামের তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রিশাদ হোসেন
বাংলাদেশের সপ্তম প্রতিনিধি হিসেবে তালিকায় জায়গা পেয়েছেন তরুণ বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান, যার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি। এখনো জাতীয় দলে অভিষেক না হলেও তার সাম্প্রতিক ধারাবাহিকতা নিলামে চমক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
চূড়ান্ত নিলাম অনুষ্ঠিত হবে চলতি মাসেই, যেখানে দলগুলো বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি কতটা আগ্রহ দেখায়, সেদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেটভক্তরা।
বাংলাধারা/এসআর
