ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির আচরণে ক্ষুব্ধ তামিম ইকবাল

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:২৫ রাত  

ছবি: সংগৃহিত

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হলেও মাঠের খেলার চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে লিগ ঘিরে সৃষ্ট অচলাবস্থা। বিসিবির সাম্প্রতিক নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার শীর্ষ আটটি ক্লাব লিগ বর্জনের সিদ্ধান্ত নেওয়ায় শুরুতেই প্রশ্নের মুখে পড়েছে ২০ দলের এই আসর। লিগের প্রথম দিনে মাঠে গড়ায় মাত্র একটি ম্যাচ।

এই পরিস্থিতির প্রতিবাদে শনিবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গিয়ে স্মারকলিপি দেন। লিগে সব ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দূর করার দাবিতে বিসিবি কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন তারা।

ঘটনাটি ঘিরে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষোভ জানান। নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বিসিবির সবচেয়ে বড় অংশীদার ক্রিকেটাররাই হলেও তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করা হয়নি।

তামিম লেখেন, বিভিন্ন বিভাগের ক্রিকেটাররা তাদের ন্যায্য ও যৌক্তিক দাবি জানাতে বিসিবিতে গিয়েছিলেন, যা তাদের মৌলিক অধিকার। কিন্তু বাস্তবে অনেক ক্রিকেটারকে বিসিবির গেটের বাইরে আটকে রাখা হয়। পরে সীমিতসংখ্যক প্রতিনিধি দলকে ভেতরে ঢুকতে দেওয়া হলেও বাকিদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।

একজন ক্রিকেটার হিসেবে বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়ে তামিম বলেন, ক্রিকেটারদের কথা শোনা এবং তাদের মর্যাদা রক্ষা করা যে কোনো ক্রিকেট বোর্ডের ন্যূনতম দায়িত্ব।

উল্লেখ্য, বর্তমান বিসিবি কমিটির অধীনে কোনো ক্রিকেটীয় কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে মোট ৪৫টি ক্লাব। এর মধ্যে প্রথম বিভাগ লিগের আটটি ক্লাব থাকায় সূচি প্রকাশের পরও লিগের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর ক্রিকেটাঙ্গনের।

বাংলাধারা/এসআর