ক্যারিয়ারে প্রথম পঞ্জিকাবর্ষে ফিফটি স্পর্শ হ্যারি কেইনের
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৩:৩৯ দুপুর
ছবি: সংগৃহিত
গোল করাই যার পেশা, সেই হ্যারি কেইন অবশেষে ছুঁলেন আরেকটি স্মরণীয় মাইলফলক। দীর্ঘ ১৫ বছরের পেশাদার ক্যারিয়ারে প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে ৫০ গোল করার কীর্তি গড়েছেন ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার।
৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড টটেনহ্যামের জার্সিতে নিয়মিত গোল করলেও শিরোপার স্বাদ পাননি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে তখনই নিজের জাত চিনিয়েছিলেন, একাধিক মৌসুমে ৪০ ও ৫০ গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর যেন আরও ধারালো হয়ে উঠেছেন কেইন। বাভারিয়ানদের হয়ে টানা দুই মৌসুমেই ৪০-এর বেশি গোল করার পাশাপাশি ক্যারিয়ারের প্রথম বড় শিরোপার স্বাদও পেয়েছেন।
নতুন এই মাইলফলক আসে বুন্দেসলিগায় মাইনৎসের বিপক্ষে বায়ার্নের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান কেইন, আর সেই গোলেই পূর্ণ হয় পঞ্জিকাবর্ষে তাঁর ৫০ গোলের কোটা। জয় না এলেও ব্যক্তিগত অর্জনে ম্যাচটি হয়ে থাকে বিশেষ।
এক পঞ্জিকাবর্ষে ৫০ বা তার বেশি গোল করার কীর্তি ফুটবল ইতিহাসে খুব বেশি দেখা যায় না। এ তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি, ২০১২ সালে তিনি করেছিলেন অবিশ্বাস্য ৯১ গোল। ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হলান্ড ও গঞ্জালো হিগুয়েইনের মতো তারকারাও এক পঞ্জিকাবর্ষে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। বিশেষ করে রোনালদো টানা এক দশক ধরে বছরে অন্তত ৫০ গোল করার অনন্য নজির গড়েছেন।
সেই অভিজাত তালিকায় এবার নিজের নাম যুক্ত করলেন হ্যারি কেইন, নিরবচ্ছিন্ন গোলক্ষুধা আর ধারাবাহিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে।
বাংলাধারা/এসআর
