দিল্লিতে ‘বারামুল্লার ডেল স্টেইন’, কাশ্মিরে উৎসবের জোয়ার
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০১:৩৯ দুপুর
ছবি: সংগৃহিত
জম্মু-কাশ্মিরের বারামুল্লা জেলার মঙ্গলবারের রাতটা ছিল একেবারেই আলাদা। আইপিএল নিলামে এক লাফে কোটিপতি হয়ে যান কাশ্মিরের তরুণ পেসার আকিব দার। উত্তর কাশ্মিরের শ্রী টাউনের এই ক্রিকেটারকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। আর এতেই বদলে যায় পুরো এলাকার চিত্র-কাশ্মিরজুড়ে বয়ে যায় আনন্দ আর উৎসবের ঢেউ।
স্থানীয়ভাবে ‘বারামুল্লার ডেল স্টেইন’ নামে পরিচিত এই পেসারের দল পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই আকিবের বাড়িসহ পুরো এলাকায় শুরু হয় উদযাপন। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু ও প্রতিবেশীরা নেচে-গেয়ে আনন্দ ভাগ করে নেন। ঐতিহ্যবাহী ড্রাম বাজিয়ে তৈরি করা হয় উৎসবের আবহ। আকিবের পরিবার মিষ্টি বিতরণ করে সবার কাছে দোয়া চেয়েছেন।
২০২৬ আইপিএল মিনি নিলামে ইতিহাস গড়েছেন আকিব দার। ৩০ লাখ রুপির ভিত্তিমূল্য নিয়ে নিলামে নাম লেখানো এই পেসারকে পেতে শুরু হয় তুমুল লড়াই। দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের মধ্যে প্রতিযোগিতায় পরে যোগ দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত প্রায় ৯ কোটি রুপির লড়াই শেষে আকিবকে দলে নেয় দিল্লি।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই বড় সুযোগ পেয়েছেন তিনি। আইপিএলের মতো মঞ্চে জায়গা করে নেওয়ায় গর্বিত জম্মু ও কাশ্মির ক্রিকেট মহল। বারামুল্লায় জন্ম নেওয়া আকিব ছোটবেলায় ডাক্তার হতে চেয়েছিলেন, সেটাই ছিল বাবার স্বপ্ন। কিন্তু সময়ের সঙ্গে ক্রিকেটই হয়ে ওঠে তার জীবনের প্রধান লক্ষ্য। সেই পথে চলতে গিয়ে একাধিকবার ব্যর্থতাও এসেছে।
শুরুর দিকে জম্মু ও কাশ্মির ক্রিকেট অ্যাসোসিয়েশনের ট্রায়ালে ব্যর্থ হন আকিব। তবে হাল ছাড়েননি। ২০১৬ সালে শেষ পর্যন্ত নির্বাচিত হয়ে ধীরে ধীরে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে থাকেন তিনি। তখন থেকেই কাশ্মিরের ক্রিকেটাঙ্গনে পরিচিত হয়ে ওঠেন ‘বারামুল্লার ডেল স্টেইন’ নামে।
আকিবের বাবা গোলাম নবী, পেশায় একজন স্কুলশিক্ষক। ছেলের সাফল্যে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,
“আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, আজ এই দিনটা দেখার সুযোগ পেয়েছি। কঠোর পরিশ্রমের ফলেই আকিব এই জায়গায় পৌঁছেছে। আমার আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এটা আল্লাহর রহমত এবং ওর অধ্যবসায়ের ফল।”
চলতি মৌসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফি ও রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আকিব। মুশতাক আলী ট্রফিতে সাত ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন ২৯ বছর বয়সী এই ডানহাতি পেসার। এবার মিচেল স্টার্কের নেতৃত্বে গড়া দিল্লি ক্যাপিটালসের পেস আক্রমণে নিজেকে প্রমাণ করার পালা তার সামনে।
বাংলাধারা/এসআর
