ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

গিলকে বাইরে রেখেই টি-২০ বিশ্বকাপ দল ঘোষণা ভারতের

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫, ০৩:৫৩ দুপুর  

ছবি: সংগৃহিত

ঘরের মাঠে অনুষ্ঠিতব্য আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য সবার আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের দলে জায়গা হয়নি ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক এবং টি-২০ দলের সহ-অধিনায়ক শুভমন গিলের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের প্রথম তিন ম্যাচে সুযোগ পেলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন গিল। সিরিজের শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্স করায় বিশ্বকাপে সানজু স্যামসনের ওপরই আস্থা রেখেছে নির্বাচকরা। দলের অধিনায়ক হিসেবে থাকছেন সূর্যকুমার যাদব, আর সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অক্ষর প্যাটেল।

বিশ্বকাপ দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন ইশান কিশান। তাকে রাখা হয়েছে সানজু স্যামসনের বিকল্প ব্যাটার ও উইকেটরক্ষক হিসেবে। তবে দলে জায়গা হয়নি জিতেশ শর্মা কিংবা ঋষভ পান্তের।

পেস বোলিং আক্রমণের নেতৃত্বে থাকছেন জাসপ্রিত বুমরাহ। তার সঙ্গে পেস বিভাগে আছেন অর্শদীপ সিং ও হার্শিত রানা। অলরাউন্ডার হিসেবে পেস বিভাগে ভরসা রাখা হয়েছে হার্ডিক পান্ডিয়া ও শিভাম দুবের ওপর। স্পিন বিভাগে দুই লেগ স্পিনার কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীকে রাখা হয়েছে। তাদের সঙ্গে স্পিন অলরাউন্ডার হিসেবে দলে আছেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।

ফিনিশার ব্যাটার হিসেবে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন রিংকু সিং। যদিও দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। ব্যাটিং লাইনআপে তার ভূমিকা থাকবে ইনিংসের শেষভাগে দ্রুত রান তোলার।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-২০ বিশ্বকাপের। উদ্বোধনী দিনেই ভারতের প্রথম ম্যাচ, যেখানে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

ভারতের টি-২০ বিশ্বকাপ দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সানজু স্যামসন, তিলক ভার্মা, হার্ডিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান।

বাংলাধারা/এসআর