ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি উন্মোচন:

মাঠে নামছেন তারকারা, জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: মে ০৩, ২০২৫, ১১:০৩ দুপুর  

তারকাদের ঝলমলে উপস্থিতি, জমকালো আয়োজন আর রোমাঞ্চকর প্রতীক্ষা- সব মিলিয়ে জমে উঠেছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (CCT) ২০২৫’। বৃহস্পতিবার (১ মে) রাতে রাজধানীর বসুন্ধরায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হলো বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্টের ট্রফি।

আগামী ৫ মে থেকে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এই বহুল আলোচিত প্রতিযোগিতা, চলবে ১২ মে পর্যন্ত। এবারের আসরে অংশ নিচ্ছে চারটি দল- টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধরা স্পারটান্স। সর্বমোট সাতটি ম্যাচে প্রতিটি দল মুখোমুখি হবে জমজমাট লড়াইয়ে। ক্রিকেটপ্রেমী দর্শকদের জন্য সুখবর, টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রতিটি দলের মেন্টর ও পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু ও প্রবীর রায় চৌধুরী। তারা নিজেদের দলের খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন, যারা মূলত দেশের শীর্ষস্থানীয় অভিনেতা, গায়ক ও কনটেন্ট ক্রিয়েটর।

আয়োজনে তারকাখচিত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, চিত্রনায়ক সিয়াম আহমেদ, রোশান, তৌসিফ মাহবুব, নাদিয়া, তাসনিয়া ফারিন, গায়ক আরেফিন রুমি, ইউটিউবার রাফসান সাবাব, অভিনেতা শ্যামল মাওলাসহ আরও অনেক পরিচিত মুখ। এই তারকারাই মাঠে নামবেন ব্যাট-বল হাতে, যা নিঃসন্দেহে ভক্তদের জন্য বাড়তি আনন্দের উৎস।

এই টুর্নামেন্টের আয়োজক এসএস স্পোর্টস। পৃষ্ঠপোষকতায় রয়েছে খ্যাতনামা ব্র্যান্ড ওয়ালটন কেবল, ওয়ালটন লিফট, আকিজ এয়ার, জেভিকো ইলেকট্রনিক্স ও স্বপ্নধরা এসেট ডেভেলপমেন্টস।

শুধু বিনোদন নয়, আয়োজকদের দাবি- এই টুর্নামেন্টের মাধ্যমে তারা সমাজে একতা, স্বাস্থ্য সচেতনতা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে চান। তারকাদের মাধ্যমে এসব বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান তাঁরা।

বিনোদন অঙ্গনের পরিচিত মুখগুলোকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে খেলতে দেখা মানেই বাড়তি রোমাঞ্চ। মাঠের লড়াই, হাসি-ঠাট্টা, কৌশল আর চমক- সবকিছু মিলিয়ে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি’ হতে যাচ্ছে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত আয়োজন।

ভক্তরা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দল বাছাইয়ে ব্যস্ত। কার ব্যাটে উঠবে সর্বোচ্চ রান, কে ছক্কা হাঁকাবেন বেশি, কোন তারকার দল জিতবে ট্রফি- এসব প্রশ্নে সরগরম তারকাপ্রেমীরা।

‘সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’ কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়- এটি এক মহোৎসব, যেখানে খেলাধুলা, বিনোদন ও সামাজিক দায়বদ্ধতা একসাথে মিশে যাচ্ছে। মাঠে তারকাদের দেখা, প্রিয়জনদের উৎসাহ দেওয়া আর পরিবার নিয়ে উপভোগ করার মতো মুহূর্ত তৈরি করবে এই আয়োজন। এখন শুধু অপেক্ষা, ৫ মে’র প্রথম বল গড়ানোর।

 

বাংলাধারা/এসআর