কলকাতায় স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫
সম্মানিত জুরি নির্বাচিত হলেন বাংলাদেশের ড. বাবুল
প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০১:৫২ রাত

কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (SVIFF) ২০২৫। ১১-১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব, যেখানে বিশ্বজুড়ে নির্মিত নানান ভাষার ও সংস্কৃতির চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজকদের মতে, এই উৎসবের মূল উদ্দেশ্য “সিনেমার মাধ্যমে ঐক্যের বার্তা” ছড়িয়ে দেওয়া। এই প্রেস্টিজিয়াস উৎসবে বাংলাদেশ এর চলচ্চিত্র শিক্ষক, নির্মাতা ও লেখক ড. নুরুল ইসলাম বাবুল জুরি বোর্ডের সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ড. বাবুল বাংলাদেশের চলচ্চিত্র বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম। তাঁর অসংখ্য ছাত্র ছাত্রীরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছে। বিবেকানন্দের আদর্শ ও সিনেমার শক্তি ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগো ধর্ম সংসদে স্বামী বিবেকানন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবজাতির ঐক্যের যে বাণী শুনিয়েছিলেন, সেই চেতনা আজও প্রাসঙ্গিক। আয়োজকরা মনে করেন, সিনেমা এমন এক মাধ্যম যা ভাষা, সংস্কৃতি ও মতাদর্শের গণ্ডি পেরিয়ে মানবিক অনুভূতিগুলিকে একত্রিত করতে পারে। এই উৎসব সেই চেতনাকেই আরও প্রসারিত করবে। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ফিচার ফিল্ম, তথ্যচিত্র, মিউজিক ভিডিও, অ্যানিমেশন ও ট্রেলার—বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হবে। সেরা পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদক, সেরা চিত্রনাট্যকার-সহ বেশ কয়েকটি বিভাগে পুরস্কার দেওয়া হবে। উৎসবের প্রদর্শনী স্থান এবারের চলচ্চিত্র উৎসব কলকাতার পাঁচটি স্কুল, তিনটি কলেজ, একটি বিশ্ববিদ্যালয় ও দুটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে মোট ১১টি অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজক কমিটির মতে, SVIFF শুধুমাত্র চলচ্চিত্র প্রদর্শনের জায়গা নয়, বরং এটি হবে এক প্রাণবন্ত আলোচনা ও বিনিময়ের মঞ্চ। কলকাতাকে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ আয়োজন হতে চলেছে। স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ বিশ্বের নানা দেশের সিনেমার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকবে দর্শকদের। আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই কলকাতার সাংস্কৃতিক মহলে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।