রণবীর সিংয়ের নতুন ছবিতে নায়িকা শ্রীলীলা
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৬:৫৭ বিকাল

ছবি: সংগৃহিত
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রীলীলা এবার বলিউডে আরও বড় চমক দিতে চলেছেন। কার্তিক আরিয়ানের সঙ্গে রোমান্টিক কেমিস্ট্রির পর দর্শকের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার জুটি বাঁধছেন বলিউডের দুই শক্তিশালী তারকা রণবীর সিং ও ববি দেওলের সঙ্গে।
যদিও ছবির নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে বলিউডের এই বহুল প্রতীক্ষিত প্রকল্প ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির ভেতরে উত্তেজনা তৈরি করেছে। শ্রীলীলার যুক্ত হওয়ায় সেই আগ্রহ আরও বেড়ে গেছে।
ফিল্মফেয়ার সূত্রে জানা গেছে, রণবীর সিং, ববি দেওল এবং শ্রীলীলা – তিনজনেই নিজেদের চরিত্রে নতুনভাবে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এটি এমন একটি চলচ্চিত্র, যা তাদের অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া কিছু ছবিতে ববি দেওলকে দেখা গেছে একেবারেই নতুন, আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ ও রগচটা লুকে। এতে করে ছবির গল্প ও স্কেলের বিষয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।
এদিকে রণবীর সিং বর্তমানে ‘জাওয়ান’-খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে একটি বড় বাজেটের বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন। এই বিজ্ঞাপনে রণবীরের পাশাপাশি থাকছেন ববি দেওল, শ্রীলীলা এবং জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব।
অ্যাটলির নিজস্ব স্টাইলে তৈরি এই “অ্যাকশন-কমেডি এনসেম্বল” বিজ্ঞাপনচিত্রে থাকবে চমকপ্রদ স্টান্ট ও ভিজ্যুয়াল এফেক্ট। সব মিলিয়ে এটি দর্শকদের জন্য হতে যাচ্ছে এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা।
বাংলাধারা/এসআর