গাজায় ট্যাংক বিস্ফোরণে ৩ ইসরায়েলি সেনা নিহত
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৪:৩০ দুপুর
_20250715163017_original_9.webp)
ছবি: সংগৃহিত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি ট্যাংক বিস্ফোরিত হয়ে ইসরায়েলের তিন সেনা নিহত হয়েছেন।
গতকাল সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে এই ঘটনা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিস্ফোরণে ট্যাংকের ভেতরে থাকা এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
আইডিএফ বর্তমানে এই প্রাণঘাতী বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। প্রাথমিকভাবে তাদের ধারণা, সেনাদের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফাক্তর। আহত কর্মকর্তার নাম প্রকাশ করেনি ইসরায়েলি সেনাবাহিনী। নিহত ও আহত এই চারজনই ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২নং ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
প্রাথমিকভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অনুমান করেছিল যে, হামাসের যোদ্ধারা হয়তো রকেট-চালিত গ্রেনেড দিয়ে ট্যাংকে হামলা চালিয়েছে। তবে পরবর্তীতে আইডিএফ তাদের অবস্থান পরিবর্তন করে জানায়, তাদের বিশ্বাস ট্যাংকের উপরিভাগে থাকা একটি ত্রুটিপূর্ণ শেলের কারণে ট্যাংকের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। ইসরায়েলি বাহিনী এখন এই প্রাণঘাতী দুর্ঘটনার সম্ভাব্য একাধিক কারণ খতিয়ে দেখছে।
বাংলাধারা/এসআর