ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জের হামলার তীব্রতা সম্পর্কে গোয়েন্দাদের পূর্ব ধারণা ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০২:৪৯ দুপুর  

ছবি: সংগৃহিত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে সংঘটিত হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য থাকলেও, হামলা যে এত বড় আকার ধারণ করবে, সে বিষয়ে তাদের পূর্ব ধারণা ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বৃহস্পতিবার  (১৭ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, "যারা অন্যায় করবে, তাদের গ্রেপ্তার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।" তিনি আরও জানান, বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে, যাতে চারজন নিহত হন। এই হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের হাত ছিল বলে অভিযোগ করেছে এনসিপির কেন্দ্রীয় নেতারা।

গোয়েন্দা তথ্যের দুর্বলতা এবং হামলার তীব্রতা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য ঘটনার গুরুত্ব ও সরকারের পদক্ষেপের বিষয়ে নতুন মাত্রা যোগ করল।

বাংলাধারা/এসআর