ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

চরকিতে আসছে ‘গুলমোহর’: এক তারকাবহুল পারিবারিক রহস্যগল্প

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: মে ০৭, ২০২৫, ১২:৫২ দুপুর  

ছবি: সংগৃহিত

তিন বছর পর আবারও পর্দায় ফিরছেন জনপ্রিয় নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী, আর ফিরছেন এক বিশাল আয়োজন নিয়ে। আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’, যা মুক্তি পাচ্ছে ১৪ মে রাত ১২টায়, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। পরিবার, রাজনীতি ও ষড়যন্ত্রের জটজালে তৈরি এই সিরিজ ইতিমধ্যেই নানা কারণে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

সিরিজটিতে প্রথমবারের মতো বাংলাদেশের কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের শক্তিশালী অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়-কে। তাঁর সঙ্গে আছেন দেশের স্বনামধন্য অভিনয়শিল্পীরা—সারা যাকের, ইন্তেখাব দিনার, সুষমা সরকার, মোস্তাফিজুর নূর ইমরান, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, মোস্তফা মনোয়ারসহ আরও অনেকে।

‘গুলমোহর’ একটি পরিবারের গল্প, তবে শুধু আবেগ বা সম্পর্কের নয়। এখানে আছে রহস্য, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, আর তার পেছনে থাকা ক্ষমতা ও লোভের মোহ। পরিচালক শাওকী জানান, এটি এখন পর্যন্ত তাঁর সবচেয়ে বড় স্কেলের প্রজেক্ট, যেখানে গল্পের গভীরতা ও প্রযোজনার বিশালতা মিলিয়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে এক নতুন অভিজ্ঞতা।

শাশ্বত চট্টোপাধ্যায়ের জন্য ‘গুলমোহর’ এক বিশেষ অভিজ্ঞতা। প্রথমবার বাংলাদেশের কোনো প্রোডাকশনে অভিনয় করলেন তিনি। গল্প শুনেই রাজি হয়ে গিয়েছিলেন, আর শুটিং যে বাংলাদেশেই হবে—জানার পর সেই আগ্রহ আরও বেড়ে যায়। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, “এটা একটা পারিবারিক গল্প, যেখানে অনেক স্তর আছে। আমার চরিত্রটা আবেগে ভরা। এমন কাজ আজকাল খুব কম হয়।”

অভিনেতা ইন্তেখাব দিনার সিরিজটির গল্পকে বর্ণনা করেছেন এভাবে: “গুলমোহর আসলে বিশ্বাস-অবিশ্বাস আর রহস্যে ঘেরা এক পরিবারের কাহিনি। শাওকী এমনভাবে গল্পটি ফুটিয়ে তুলেছেন যে, তাঁকে ম্যাজিশিয়ান বলতেই হয়।”

অভিনেত্রী সুষমা সরকার বলেন, “ক্ষমতা, লোভ আর ঈর্ষা কীভাবে মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং সম্পর্কগুলোকে ভেঙে দেয়, সেই গল্পই বলা হয়েছে গুলমোহরে। রক্তের সম্পর্কের মধ্যেও এখানে লুকিয়ে আছে অন্যরকম টানাপড়েন।”

‘গুলমোহর’-এ উঠে এসেছে পারিবারিক বন্ধন, পিতৃত্ব-মাতৃত্ব, উত্তরাধিকার, আর সেইসব সম্পর্কের গাঁথুনিতে ঢুকে পড়া রাজনীতির বিষ। অভিনয়শিল্পীদের মতে, এখানেই সিরিজটির বিশেষত্ব। শুধু রহস্য নয়, এটি একটি মানবিক গল্প, যেখানে প্রতিটি চরিত্রই বহুমাত্রিক।

চরকি ইতোমধ্যেই সিরিজটির পোস্টার ও তারকাদের তালিকা প্রকাশ করেছে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কীভাবে ‘গুলমোহর’-এর পাতা উল্টে উল্টে বেরিয়ে আসবে রহস্য, আবেগ ও বাস্তবতার গল্প।

এই মে মাসেই জানা যাবে, পারিবারিক গল্পের ছায়ায় শাওকী ঠিক কোন জাদুটা দেখাতে চলেছেন।


বাংলাধারা/এসআর