ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ভাঙাগড়ার পরও চিরকুটের সুরে ভালোবাসা- এসেছে নতুন অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৩:১৭ দুপুর  

ফাইল ছবি

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট- যাদের সঙ্গীতে আছে গল্প, ভালোবাসা আর জীবনের আবেগ। দুই যুগ পেরোনো পথচলায় অনেক রকম উত্থান-পতনের মধ্য দিয়েও তাদের সুরের ধারা কখনো থেমে থাকেনি। সদস্য আসা-যাওয়ার মধ্যেও চিরকুট এগিয়ে চলেছে তাদের সংগীতভাষা নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার এসেছে তাদের চতুর্থ অ্যালবাম- ‘ভালোবাসাসমগ্র’।

চিরকুটের বর্তমান সময়টা ছিল বেশ রদবদলের। গিটারিস্ট ইমন চৌধুরী ব্যান্ড ছেড়েছেন দুই বছর আগে। তার ঠিক পরের বছর বিদায় নেন আরেক গিটারিস্ট জাহিদ নীরব। ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন এখন ব্যস্ত একক সংগীত ক্যারিয়ারে। তবে সবকিছুর মধ্যেও থেমে থাকেননি ব্যান্ডের প্রাণ, ভোকালিস্ট ও প্রধান সংগঠক শারমিন সুলতানা সুমি। নতুন সদস্যদের নিয়ে তিনি চিরকুটকে আবার দাঁড় করিয়েছেন নতুনরূপে।

২০১৭ সালে প্রকাশিত ‘উধাও’ অ্যালবামের পর দীর্ঘ ছয় বছর কোনো অ্যালবাম আসেনি। ২০২1 সালে ‘পেন্ডুলাম’ নামের একটি অ্যালবামের ঘোষণা দিয়েছিল চিরকুট, তবে শেষ পর্যন্ত সেটির নাম বদলে হয় ‘ভালোবাসাসমগ্র’। এই নতুন অ্যালবামে রয়েছে মোট ১০টি গান।

প্রথম গান ‘দামি’ প্রকাশ পেয়েছে চিরকুটের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে। একে একে শোনা যাবে আরও ৯টি গান- ‘উত্তরে ভালো না’, ‘ডাক’, ‘আগুন’, ‘হিয়া’, ‘মন কেন দিলে না’, ‘অসুখ সেরে যায়’, ‘ভালোবাসি তোমায়’, ‘দরদি’ ও ‘দিন যায়’। এর মধ্যে তিনটি গান আসবে মিউজিক ভিডিওসহ, বাকি সাতটি থাকছে লিরিক্যাল ভিডিও হিসেবে। সবগুলো গান একসঙ্গে প্রকাশিত হবে এ সপ্তাহেই।

অ্যালবামের নামকরণ প্রসঙ্গে সুমি বলেন, ভালোবাসা ছাড়া আমাদের কিছু বলার নাই, কিছু করার নাই। গানেই আমরা সেই ভাষা খুঁজি। ভালোবাসা কেবল প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়, ভালোবাসা সর্বজনীন। তাই অ্যালবামের নাম দিয়েছি- ভালোবাসাসমগ্র।’

এই সময়টায় বেশিরভাগ ব্যান্ড একক ট্র্যাক প্রকাশে মনোযোগী। কিন্তু চিরকুট বেছে নিয়েছে পুরোনো সেই রীতি- একসঙ্গে পূর্ণ অ্যালবাম প্রকাশ। এই বিষয় নিয়ে বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে সুমিকে। তবে তার জবাবটা সোজা,

‘এত হিসাব করে গান করি না। গান করতে ভালো লাগে, তাই করি। অ্যালবাম মানেই আমাদের কথা, আমাদের ভাবনা। আমরা কোনোদিন হিট হওয়ার জন্য গান করিনি, গান এসেছে হৃদয় থেকে।’

২০০২ সালে পথচলা শুরু করা চিরকুট তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশ করে ২০১০ সালে। এরপর ‘জাদুর শহর’ আসে ২০১৩ সালে। ২০১৭-এ আসে তৃতীয় অ্যালবাম ‘উধাও’। এবার ২০২৫ সালে এসে প্রকাশ পেল ‘ভালোবাসাসমগ্র’, যেটি হয়তো হয়ে উঠবে চিরকুটের ভক্তদের জন্য এক নতুন সংগীতযাত্রার দিশারি।

ভাঙাগড়ার ভিতরেও চিরকুট প্রমাণ করল- সত্যিকারের ভালোবাসা সব কিছু টিকিয়ে রাখে। আর সেই ভালোবাসাই এবার একত্রে ধরা পড়েছে ‘ভালোবাসাসমগ্র’-এ।

 

বাংলাধারা/এসআর