মালাইকার নতুন যাত্রা: ঈদে আসছে ‘ক্ষতিপূরণ’
প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৫:১৫ বিকাল

ছবি: সংগৃহিত
মডেলিং দিয়ে শুরু, তারপর নাটকে আত্মপ্রকাশ- ধীরে ধীরে অভিনয়জগতে নিজের অবস্থান গড়ছেন মালাইকা চৌধুরী। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন হিসেবে পরিচিত হলেও, এখন নিজের নামেই আলোচনায় আসতে শুরু করেছেন তিনি। অভিনয়ের প্রতি ভালোবাসা, বড় বোনের উৎসাহ ও নির্দেশনা এবং নিজের আন্তরিক প্রচেষ্টায় নতুন এক অভিনেত্রী হয়ে উঠছেন মালাইকা।
প্রথম অভিনয় করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘সন্ধিক্ষণ’ নাটকে। সে নাটকে তাঁর সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। এবার ঈদুল আজহায় আবারও রাজের পরিচালনায় ইউটিউব ফিল্ম ‘ক্ষতিপূরণ’-এ দেখা যাবে মালাইকাকে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন ইয়াশ রোহান।
রাজ পরিচালিত এ চলচ্চিত্রটির শুটিং হয়েছে গত ২ থেকে ৭ মে পর্যন্ত, ঢাকার বিভিন্ন লোকেশন ও ঢাকার বাইরে। গল্প, নির্মাণ ও অভিনয় মিলিয়ে এটি হতে যাচ্ছে একটি আবেগময় পারিবারিক ড্রামা, যার কেন্দ্রবিন্দুতে আছে এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা।
পরিচালকের কথায়, "মা সন্তানের জন্য কিছু দেয় বিনিময়ের আশায় নয়। মায়ের ভালোবাসার তো কোনো দাম হয় না। ‘ক্ষতিপূরণ’-এ আমরা সে বাস্তবতাই দেখাতে চেয়েছি।"
চমক রাখতেই এখনই বিস্তারিত গল্প বলতে নারাজ নির্মাতা, তবে এটুকু নিশ্চিত করেছেন যে, গল্পই হবে ফিল্মটির প্রধান আকর্ষণ।
‘ক্ষতিপূরণ’-এ আরও অভিনয় করেছেন- নাদের চৌধুরী, মনিরা মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা ও ইকবালসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ, চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ।
ফিল্মে থাকছে একটি হৃদয়ছোঁয়া গানও, যার সুর ও কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্পাদনা ও রঙ বিন্যাসে ছিলেন রাশেদ রাব্বি।
‘ক্ষতিপূরণ’ মুক্তি পাবে ঈদুল আজহার সময়, সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে।
মালাইকার এই নতুন কাজ নিয়ে আশাবাদী নির্মাতা দল। একদিকে নবাগত এক অভিনেত্রীর আত্মপ্রকাশ, অন্যদিকে মমতাভরা এক গল্পের পর্দায় রূপ- দর্শকদের জন্য এটা হতে পারে এবারের ঈদে এক বিশেষ উপহার।
বাংলাধারা/এসআর