ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

কলকাতায় জয়ার দুই ছবি, কাজের গতি কমাতে চান অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৩:৩৮ দুপুর  

ছবি: সংগৃহিত

দুই বাংলার চলচ্চিত্রে সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি বাংলাদেশে ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি ছবি ‘তাণ্ডব’ ও ‘উৎসব’। এরই মধ্যে ওপার বাংলাতেও চলছে জয়ার সিনেমার ব্যস্ততা। 

গতকাল (১৮ জুলাই) পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’, আর আগামী ১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার আরেকটি ছবি ‘পুতুলনাচের ইতিকথা’।

এই ব্যস্ত সময়েই জয়া জানিয়েছেন, অভিনয়ের কাজের পরিমাণ কমিয়ে দিতে চান তিনি। ভবিষ্যতে বছরে এক বা দুটি চলচ্চিত্রেই সীমাবদ্ধ থাকতে চান এই অভিনেত্রী।

সম্প্রতি ‘ডিয়ার মা’-এর প্রচারণায় সন্দেশ ইউটিউব চ্যানেলের একটি পডকাস্টে হাজির হয়েছিলেন জয়া আহসান। সেখানেই তিনি বলেন, “কখনোই ভাবিনি আমি অভিনেত্রী হব। এমন ইচ্ছেও ছিল না। হঠাৎ বুঝলাম, অভিনয় আমাকে আনন্দ আর মুক্তি দিচ্ছে। তাই এটাকে আঁকড়ে ধরেছি। তবে অভিনয়কে জীবনের একমাত্র মাধ্যম করতে চাই না। আমি আরও বেছে কাজ করতে চাই। বছরে এক-দুটি কাজ করলেই যথেষ্ট। জীবনের বাকি সময়টুকু উপভোগ করতে চাই।”

অভিনয়ের বাইরে প্রকৃতির সান্নিধ্যে থাকতে ভালোবাসেন জয়া। বাগান করা, গাছের যত্ন নেওয়া কিংবা নিজ হাতে ফসল ফলানো এসব তার নেশার মতো প্রিয়।

তিনি বলেন,“গ্রাম বা প্রকৃতির কাছাকাছি থাকতে আমার ভীষণ ভালো লাগে। আমি চাষাবাদ করতেও পছন্দ করি। বলা চলে, আমি প্রথমে চাষি, তারপর অভিনেত্রী। আমার বাড়ির চালসহ অনেক কিছুই আমি নিজেই ফলাই।”

জয়ার দিনের শুরু হয় মাটির ছোঁয়া দিয়ে। তিনি বলেন,“সকালে ঘুম থেকে উঠে মাটি না হাতালে আমার ভালো লাগে না। এটা আমার কাছে থেরাপির মতো। আমি সবসময় বলি, যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাদের প্রকৃতির কাছে যাওয়া উচিত এটা খুব উপকারী।”

বাংলাধারা/এসআর