বাবার শোক কাটিয়ে উঠতে পারছেন না মিষ্টি জান্নাত
প্রকাশিত: আগস্ট ০৬, ২০২৫, ১২:২৪ দুপুর
ছবি: সংগৃহিত
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি জান্নাত গভীর শোকের মধ্যে দিন পার করছেন। গত ৬ দিন আগে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার বাবা মো. মকবুল হুসাইন। প্রিয় বাবার হঠাৎ মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না এই অভিনেত্রী।
বাবার মৃত্যুর পর থেকে ভেঙে পড়েছেন মিষ্টি। সোশ্যাল মিডিয়ায় একের পর এক আবেগময় পোস্টে তিনি প্রকাশ করছেন তার শোক আর কষ্ট। একটি পোস্টে মিষ্টি লিখেছেন, "শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬০০০ হাজার বছর।"
তিনি আরও লেখেন, “জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারবো না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।”
বাবার শূন্যতা যে কোনো কিছু দিয়েই পূরণীয় নয়, সেই বাস্তবতাও তুলে ধরেছেন মিষ্টি। তার কথায়, “এত বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাবো না।”
বাবার মৃত্যু মিষ্টি জান্নাতের জীবনে এক অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে। পরিবারসহ এখনো এই শোকের ভার বইতে হচ্ছে তাকে।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন, প্রেম এবং নানা বিতর্ক নিয়ে প্রায়ই শিরোনামে আসেন এই অভিনেত্রী।
এই দুঃসময়ে তার প্রতি রইলো গভীর সমবেদনা।
বাংলাধারা/এসআর
