কলকাতায় চঞ্চল চৌধুরীর নতুন সিনেমা ‘শেকড়’
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৯:২৮ রাত
ছবি: সংগৃহিত
কলকাতার জনপ্রিয় নির্মাতা ব্রাত্য বসু, মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’-এর সাফল্যের পর এবার নতুন সিনেমা নিয়ে আসছেন। ছবির নাম ‘শেকড়’, আর এতে মুখ্য ভূমিকায় থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ছবিটি গড়ে উঠছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প অবলম্বনে। চঞ্চলের পাশাপাশি অভিনয় করবেন পশ্চিমবঙ্গের সাবেক সাংসদ কুণাল ঘোষ এবং টালিউডের অভিজ্ঞ ও তরুণ অভিনয়শিল্পীরা, সীমা বিশ্বাস, লোকনাথ দে, পৌলমী বসু, অম্বরীশ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, অঙ্গনা রায়, অনসূয়া মজুমদার ও অনুজয় চট্টোপাধ্যায়।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাশাপাশি দুটি গ্রামের এক বৃদ্ধ ও বৃদ্ধার জীবন। বৃদ্ধের চরিত্রে অভিনয় করবেন লোকনাথ দে, আর তার ছেলের ভূমিকায় থাকবেন চঞ্চল চৌধুরী। ছেলের বউ হবেন পৌলমী বসু। অন্যদিকে, কুণাল ঘোষকে দেখা যাবে এক প্রভাবশালী রাজনীতিবিদের চরিত্রে।
ছবিটি প্রযোজনা করছেন ফিরদৌসুল হাসান। সংগীত পরিচালনায় আছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, আর ক্যামেরার দায়িত্বে থাকবেন সৌমিক হালদার।
‘শেকড়’-এর শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে, বেনারসে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে ২০২৬ সালের জানুয়ারিতেই দর্শকদের সামনে আসবে ছবিটি।
বাংলাধারা/এসআর
