আইয়ুব বাচ্চুর জন্মদিনে রাজধানীতে বিশেষ আয়োজন
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০২:১৫ দুপুর
ছবি: সংগৃহিত
বাংলাদেশের রক সংগীতকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর আজ ৬৪তম জন্মদিন। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট, ‘গিটারের জাদুকর’ খ্যাত এই সংগীত মহারথীকে স্মরণ করতে রাজধানীতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান।
এ আয়োজনে থাকছে আলোচনা, স্মৃতিচারণ, সংগীত পরিবেশনা এবং নতুন কিছু চমক। রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন আয়োজন করেছে এই অনুষ্ঠান, যার শিরোনাম ‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগেসি অ্যান্ড চলো বদলে যাই’।
অনুষ্ঠানে অংশ নেবেন আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা, এলআরবি ব্যান্ডের সদস্যরা এবং তাঁর দীর্ঘ সংগীতজীবনের সহকর্মীরা। গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, সুরকার ফোয়াদ নাসের বাবু, সংগীতশিল্পী নকীব খান, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদারসহ অনেকেই শোনাবেন শিল্পীকে ঘিরে তাঁদের স্মৃতিচারণ।
শুধু আলোচনাতেই সীমাবদ্ধ নয় আয়োজন। নতুন প্রজন্মের শিল্পীরাও পরিবেশন করবেন আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ও কালজয়ী গান। পাশাপাশি, অনুষ্ঠানে তাঁর কিছু অপ্রকাশিত গান প্রকাশ করার পরিকল্পনাও রয়েছে, যা শ্রোতাদের জন্য হবে বিশেষ আকর্ষণ।
বাংলাদেশের আধুনিক সংগীতে নতুন ধারার পথিকৃৎ আইয়ুব বাচ্চুকে ঘিরে এই আয়োজনে যেন আবারও ফিরে আসবে তাঁর সৃষ্টির আলো আর গিটারের জাদুময় সুর।
বাংলাধারা/এসআর
