ফারুকীর শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানালেন তিশা
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০১:৩৮ দুপুর
ছবি: সংগৃহিত
প্রখ্যাত নির্মাতা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কক্সবাজারে সরকারি সফরে থাকার সময় শুক্রবার (১৫ আগস্ট) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।
শনিবার (১৬ আগস্ট) রাতেই ফারুকীকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ফারুকীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে সবার কাছে দোয়া চান।
এর আগে শনিবার রাতেই তিশা জানান, কক্সবাজারে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একটি কর্মশালায় যোগ দেওয়ার সময় ফারুকীর শরীর খারাপ হয়ে পড়ে। পরে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানিয়েছেন, ফারুকী সম্ভবত ফুড পয়জনিংয়ে আক্রান্ত হন, এতে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো জটিলতা হয়নি।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, বিশেষ করে ইসিজি রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়েনি। তবুও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সবাইকে ধন্যবাদ জানিয়ে তিশা বলেন, “ওর জন্য দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারে। আর দয়া করে ভুয়া খবর বা গুজবে কান দেবেন না। নির্ভরযোগ্য সূত্র থেকেই খবর নেবেন।”
বাংলাধারা/এসআর
