ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ভিন্ন চরিত্রে ছোটপর্দায় ফিরছেন আভেরী

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:৩৩ দুপুর  

ছবি: সংগৃহিত

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী আভেরী সিংহ রায় আবারও দর্শকদের চমকে দিতে আসছেন ছোটপর্দায়। ‘ভুতু’ আর ‘কৃষ্ণকলি’-র মিষ্টি নায়িকা এবার দেখা দেবেন সম্পূর্ণ ভিন্ন রূপে, পুলিশের খাকি পোশাকে। জি বাংলার আসন্ন ধারাবাহিক ‘স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম’-এ তিনি অভিনয় করছেন ইন্সপেক্টর নীলিমার চরিত্রে। তার সঙ্গে অভিনয়ে রয়েছেন ঋষি কৌশিক ও রুকমা রায়।

এবারের গল্প ঘিরে থাকছে খুন, রহস্য আর রোমাঞ্চ। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আভেরীর চরিত্রটি রহস্যে মোড়া। তদন্তের স্বার্থে বেশিরভাগ সময় তিনি থাকবেন ফুড ব্লগারের ছদ্মবেশে। কেন তিনি নিজের পরিচয় গোপন করে কাজ চালান, তার উত্তর মিলবে ধারাবাহিকের পরতে পরতে।

সম্প্রতি আভেরী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার নতুন লুক। ছবিতে কখনো পুলিশের পোশাকে, কখনো আবার সাধারণ সাজে দেখা গেছে তাকে। এতে স্পষ্ট হয়েছে চরিত্রটির বহুমাত্রিক দিক।

‘তেঁতুলপাতা’ ধারাবাহিকের পর এবারই টেলিভিশনে ফিরছেন আভেরী। এর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তেও খুব শিগগির মুক্তি পাচ্ছে তার নতুন সিরিজ ‘ভূত তেরিকি’। ভৌতিক-কমেডি ঘরানার এই সিরিজে এক ভূতের ভূমিকায় দেখা যাবে তাকে। আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে সিরিজটি।

বাংলাধারা/এসআর