ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

পরিস্থিতি মানুষকে বড় করে: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৬:৪৮ বিকাল  

ছবি: সংগৃহিত

গত মে মাসে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়া দুইদিন কারাগারে থাকার পর মুক্তি পান। এরপর প্রায় চার মাস সময় কেটে গেছে। এই সময় তিনি বিষয়টি নিয়ে খুব বেশি মুখ খুলেননি। সম্প্রতি নিউইয়র্ক থেকে প্রচারিত ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শো-তে প্রথমবারের মতো গ্রেপ্তার সংক্রান্ত নিজের অনুভূতি শেয়ার করেছেন নুসরাত।

তিনি বলেন, “আমি কখনো ভাবিনি এমন কিছু ঘটবে। আমার জীবন সাধারণভাবে ছিল, স্কিন কেয়ার, মেকআপ, ঘোরাফেরা, শপিং, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, এসব ছোট ছোট জিনিসেই খুশি। কিন্তু হঠাৎ জীবন এত জটিল হয়ে ওঠে। কোনটা করব, কোনটা করব না, এসব নিয়ে চিন্তা করতে গিয়ে অনেক হতাশা আসে।”

জায়েদ খানের প্রশ্নের জবাবে নুসরাত বলেন, “আমি মনে করি, এই ধরনের পরিস্থিতিকেই মানুষকে বড় হওয়ার সুযোগ দেয়। আমি বিশ্বাস করি মানসিকভাবে আমি অনেক বড় হয়েছি। এটি আমার গ্রেপ্তারের পর প্রথম সাক্ষাৎকার। আমি আগে কথা বলিনি, তবে সেটা আমার অনিচ্ছার কারণে নয়, বরং মানসিকভাবে তখন প্রস্তুত ছিলাম না।”

তিনি আরও যোগ করেন, “আমার সঙ্গে যা ঘটেছে, তা অন্য কারো সাথেও ঘটতে পারত। তবে আমি ভাগ্যবান। আমার কাজের মাধ্যমে দেশের মানুষের ভালোবাসা পেয়েছি, তাদের দোয়া ও ভালোবাসার কারণে আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারছি। আমার পরিবার, বাবা-মা, ভাই-বোনদের ভালোবাসা ও সমর্থনও আমাকে কঠিন সময় পার করতে সাহায্য করেছে।”

নুসরাত ফারিয়া বলেন, “প্রায় ১০-১৫ দিন পর আমি আবার কাজ শুরু করেছি। পুরো অভিজ্ঞতাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে, কোনো কিছুই স্থায়ী নয়। জীবন অনিশ্চয়তায় ভরা। যেকোনো সময় কিছু ঘটতে পারে। এজন্য নিজেকে মানসিকভাবে সবসময় প্রস্তুত রাখতে হয়। যদি তুমি সৎ থাকো, পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে থামাতে পারবে না। বিপদ আসবেই, কিন্তু সেই বিপদ থেকে সৃষ্টিকর্তাই শেষমেশ তোমাকে উদ্ধার করবেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা।”

বাংলাধারা/এসআর