হুমা কুরেশির জীবনে নতুন অধ্যায়, বাগদান ঘিরে বলিউডে গুঞ্জন
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৮:৫০ রাত
ছবি: সংগৃহিত
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে আবারো আলোচনায়। দীর্ঘদিনের সঙ্গী ও অভিনেতা-প্রশিক্ষক রচিত সিং-এর সঙ্গে তিনি নাকি বাগদান সম্পন্ন করেছেন, এমন জল্পনা এখন তুঙ্গে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সোশ্যাল মিডিয়া ইঙ্গিত আর ঘনিষ্ঠ মহলের আভাসে মনে করা হচ্ছে, এই সম্পর্ক আর গোপন নেই।
প্রথমবার বিষয়টি সামনে আসে গায়িকা আকাসা সিং-এর এক পোস্ট থেকে। তিনি হুমাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, “অভিনন্দন হুমা, জীবনের নতুন অধ্যায় শুরু হলো।” মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায়, আর জল্পনা ছড়িয়ে পড়ে যে হুমা সত্যিই বাগদান সেরেছেন।
এর আগে একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে যুগলভাবে হাজির হয়েছেন হুমা ও রচিত। বিশেষ করে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়েতে তাঁদের একসঙ্গে উপস্থিতি বলিউডে আলাদা করে আলোচনার জন্ম দিয়েছিল। একই রঙের পোশাক আর স্বাচ্ছন্দ্যময় ভঙ্গিমা, সবকিছুই তাঁদের ঘনিষ্ঠ সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত বহন করে। রচিতের জন্মদিনেও হুমার বিশেষ উপস্থিতি নজর কেড়েছিল সবার।
রচিত সিং বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনয় প্রশিক্ষক। আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশলের মতো শীর্ষ তারকাদের তিনি প্রশিক্ষণ দিয়েছেন। শুধু প্রশিক্ষকই নন, অভিনয়েও রেখেছেন পদচিহ্ন। সম্প্রতি ওয়েব সিরিজ ‘কর্মা কলিং’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে দেখা গেছে। বলিউডে কানাঘুষা রয়েছে, শাহরুখ খান ও গৌরী খানের আয়োজিত এক পার্টিতেও বহু বছর আগে ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছিল হুমা-রচিতকে, আর তখন থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু।
অভিনেত্রী হুমার ব্যক্তিগত জীবনের গল্পে আগেও ছিলো আলোড়ন। পরিচালক মুদাসসার আজিজের সঙ্গে চার বছরের সম্পর্ক ছিল তাঁর, যা ২০২২ সালে হঠাৎই ভেঙে যায়। এরপর কাজেই নিজেকে ব্যস্ত রাখেন তিনি। আর এখন রচিত সিং-এর সঙ্গে এই নতুন অধ্যায় যেন তাঁকে নতুন আলোয় হাজির করছে।
ব্যক্তিগত জীবন নিয়ে যতই আলোচনা হোক না কেন, পেশাদার জীবনে হুমা দারুণ মনোযোগী। তাঁর নতুন ছবি ‘বয়ান’ ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। ছবিটি প্রদর্শিত হবে ২০২৫ সালের টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (টিআইএফএফ) এবং বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। এক সাক্ষাৎকারে হুমা বলেছিলেন, “এটি এমন একটি প্রকল্প, যা আমার মনের খুব কাছের। ভারতীয় গল্পকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরা আমার কাছে গর্বের।”
সব মিলিয়ে, ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি জীবনের বিশেষ মুহূর্ত নিয়েও বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন হুমা কুরেশি।
বাংলাধারা/এসআর
