বিদেশি নয়, দেশি ছেলেই জীবনসঙ্গী চান সেমন্তী
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১১:১১ দুপুর
ছবি: সংগৃহিত
২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নিয়েছিলেন সেমন্তী সৌমি। সেই মঞ্চ থেকেই শুরু হয়েছিল তার শোবিজ যাত্রা। অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকের নজর কাড়েন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এরপর মাসুদ মহিউদ্দিন পরিচালিত নাটক ‘আগুন পোকা’-তে অভিনয়ের মধ্য দিয়ে নাটকে অভিষেক ঘটে তার। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন টিভি পর্দার পরিচিত মুখ।
ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। একসময় তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন- বিদেশি ছেলেকেই জীবনসঙ্গী হিসেবে চান। তবে সম্প্রতি মত বদল করেছেন সেমন্তী। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, “বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না। যতই ইংরেজিতে কথা বলি না কেন, মাতৃভাষায় আবেগ ভাগ করার যে আনন্দ, সেটা অন্য ভাষায় পাওয়া যায় না।”
এখন তার পছন্দ দেশি ছেলে। আগামী বছর বিয়ের পরিকল্পনার কথাও জানালেন তিনি। সেমন্তীর ভাষায়,
“আমার পছন্দ এখন দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে পেলেই বিয়ে করে ফেলব। তখন সবাইকেই দাওয়াত দেব।”
এর আগেও বিয়ে প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, ২০২৫ বা ২০২৬ সালের মধ্যে বিয়ে করার ইচ্ছা রয়েছে। তবে মনের মতো জীবনসঙ্গী এখনও খুঁজে পাননি। কেমন পাত্র চান? সেই প্রশ্নে সেমন্তীর সরল উত্তর,
“যার পার্সোনালিটি ভালো, ভালোবাসবে, কেয়ারিং হবে। একটা মেয়ে আসলে এর চেয়ে বেশি আর কী-ই বা চায়?”
বাংলাধারা/এসআর
