পূর্ণিমার বিস্ফোরক মন্তব্য: ভুঁইফোঁড় অ্যাওয়ার্ডে যেতে নারাজ
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৪:৫১ দুপুর
ছবি: সংগৃহিত
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘদিন ধরে পর্দায় দেখা যায়নি। তবে তিনি অভিনয় পুরোপুরি ছেড়ে দেননি এবং ভালো গল্প ও মানসম্মত চরিত্র পেলে ফিরতে আগ্রহী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বর্তমান শোবিজের নানা বিষয় নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন।
পূর্ণিমা বলেন, অনেক সময় তাকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়। কিন্তু তিনি জানেন না, কোন কাজের জন্য পুরস্কার দেওয়া হবে। তার কথায়, “এমনি! এমনি আবার অ্যাওয়ার্ড হয় নাকি? যাদের পুরস্কার দিচ্ছে, তাদের নামই আগে শুনিনি। এসব জায়গায় যেতে ইচ্ছে করে না।”
অভিনয় ছাড়েননি বলেও জানান পূর্ণিমা। তিনি জানান, বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহ আছে। তবে সেখানে একটি বড় সিন্ডিকেট কাজ করছে, যা বাইরের মেধাবী শিল্পীদের সুযোগ দিচ্ছে না। পূর্ণিমা বলেন, “যারা ওই দলে আছে, তারাই সবসময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন, তাদের সেই সুযোগ দেওয়া হয় না।”
পূর্ণিমা আশাবাদী। তার মতে, প্রাপ্য সম্মান ও ভালো গল্প পেলে তিনি অবশ্যই অভিনয়ে ফিরবেন। তিনি ওটিটির কিছু কাজ যেমন ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’ পছন্দ করেছেন এবং এমন ধরনের গল্পে কাজ করতে তিনি আগ্রহী।
তিনি আশা প্রকাশ করেন, অভিনয়ের যেকোনো প্ল্যাটফর্মেই যোগ্যতার যথাযথ মূল্যায়ন হোক এবং শুধুমাত্র জনপ্রিয়তার পেছনে না ছুটে শিল্পের মান বজায় রাখা হোক।
বাংলাধারা/এসআর
